দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

শিল্পাঞ্চলে বিজেপির পরিবর্তন যাত্রা ফ্লপ

February 20, 2021 | < 1 min read

শুক্রবার শিল্পাঞ্চলে বিজেপির পরিবর্তন যাত্রা(Parivartan Jatra) উপলক্ষে প্রথম সভাই চূড়ান্ত ব্যর্থ হল। কাঁকসা থানার রাজবাঁধে বিজেপির(BJP) আসানসোল(Asansol) সাংগঠনিক জেলা পরিবর্তন যাত্রার বিলাসবহুল রথকে সাড়ম্বরে স্বাগত জানালেও, তাদের আয়োজিত প্রথম সভাতেই লোকের আকাল দেখা গেল। স্থানীয় সাংসদ এসএস আলুওয়ালিয়া(SS Ahluwalia), বিজেপির মহিলা মোর্চার(BJP Mahila Morcha) রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) সহ নেতৃত্ব ও কিছু কর্মী নিয়েই সভা হল। যা নিয়ে সভার আয়োজকরা রীতিমতো বেকায়দায় পড়েছেন।
এদিন বিকেলে পূর্ব বর্ধমান জেলা থেকে রথ পশ্চিম বর্ধমান জেলায় প্রবেশ করে। দুপুরে ঢাকঢোল আদিবাসী নৃত্য সহযোগে এই রথযাত্রাকে স্বাগত জানান জেলার কর্মকর্তারা। দুর্গাপুর থেকে বাইক বাহিনী এনে লোক সমাগমের উৎসাহ দেখানো হয়। পরিবর্তন যাত্রায় জেলার প্রথম জনসভা গোপালপুর উত্তরপাড়া জুনিয়র হাইস্কুল মাঠে হয়। সন্ধ্যা ৬টা নাগাদ বিলাসবহুল রথ এলাকায় পৌঁছতেই সভাস্থল কার্যত ফাঁকা হয়ে যায়। সভা নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসও। 
যদিও ফাঁকা মাঠে আওয়াজ তুলে স্থানীয় বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া বলেন, ওঝা যখন ভূতকে ধরে, তখন ওঝাকে ভূত-পেত্নী ও বলে এবার ছেড়ে দে আর ভুল করব না। কিন্তু তখন আমরা সবাই জোর গলায় বলি জয় শ্রীরাম। সেই জয় শ্রীরাম স্লোগানই দিতে হবে। কাঁকসার তৃণমূল ব্লক সভাপতি দেবদাস বক্সি বলেন, মানুষ ওদের বর্জন করেছে। তাই এই হাল।  কাঁকসা গোপালপুরে বিজেপির পরিবর্তন যাত্রার সভাস্থল ফাঁকা। 

TwitterFacebookWhatsAppEmailShare

#parivartan jatra, #flop, #bjp, #asansol

আরো দেখুন