উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

পাহাড় থেকে সাগরের রায়, বাংলা নিজের মেয়েকে চায়: নাগরাকাটায় অভিষেক

February 20, 2021 | 2 min read

বিজেপি-র ‘পরিবর্তন যাত্রা’র মাঝেই মাল এবং নাগরাকাটা বিধানসভা-সহ জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকার শুরু হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)জনসভা। নাগরাকাটা (Nagrakata) ইউরোপিয়ান ক্লাব ময়দানে(European Club Maidan) সভার মঞ্চে বক্ততা দেন সাংসদ ও তৃণমূল যুব কংগ্রেসের (TMYC)সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
একুশের ভোটযুদ্ধে বাংলায় পদ্মফুল ফোটাতে যখন মরিয়া গেরুয়াবাহিনী, তখন বিজেপিকে(BJP) চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বলেন, সাত জন্মেও দিদিকে হারাতে পারবেন না।

‘জয় বাংলা’ স্লোগান তুলে এতদিন সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছিল তৃণমূলকে। বিজেপির অভিযোগ, এই স্লোগান বাংলাদেশের। মুক্তিযুদ্ধের সময় তোলা হয়েছিল। শনিবার নাগরাকাটার সভা থেকে সেই কটাক্ষের পালটা বিজেপির উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির সোনার বাংলা স্লোগানকে কটাক্ষ করে অভিষেকের প্রশ্ন, “সোনার বাংলা কোথাকার স্লোগান?” অমিত শাহের ‘সোনার বাংলা’ শব্দবন্ধকে নিশানা করে অভিষেক এদিন আরও বলেন, ‘২০১৪ সালে আপনারা ভোটে জিতেছেন, ২০১৯ সালের নির্বাচনেও জিতেছেন। তাহলে সোনার ভারতবর্ষ গড়তে পারছো না কেন? সোনার অসম, সোনার ত্রিপুরা, সোনার উত্তর প্রদেশ, সোনার হরিয়ানা, সোনার মধ্যপ্রদেশ হচ্ছে না কেন? এখন মানুষকে ভাঁওতা দিয়ে বলছে সোনার বাংলা গড়বে!’

বিজেপিকে বিঁধে তৃণমূল যুব সভাপতি এদিন আরও বলেছেন, ‘বহিরাগতদের বাংলা থেকে বিদায় নিন। সাগর থেকে পাহাড় বাংলা নিজের মেয়েকেই চায়। যারা বাংলা সংস্কৃতি জানে না, যারা বাংলা সম্পর্কে জানে না। তাদের যোগ্য জবাব দিন। যারা মা দুর্গাকে অপমান করে, তাদের যোগ্য জবাব দিন।’ দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে অভিষেক এরপর বলেন, ‘যাদের রাজত্বে উন্নাও, হাথরাসের মতো ঘটনা ঘটে, তাদের বাংলার মাটিতে আনতে চান?’

দেখে নিন অভিষেকের আজকের বক্তব্যের বিশেষ অংশগুলি:

  • আমাকে চমকে ধমকে কোনও লাভ নেই
  • মা দুর্গাকে যাঁরা অপমান করেন, তাঁদের বাংলা চায় না
  • তুমি করলে রামলীলা, আমি করলে ক্যারেক্টার ঢিলা। তুমি করলে সাধু, আমি করলে চোর? পোকামাকড়রা অন্য ক্ষেতে চলে গেছে, দলের ক্ষতি হয়নি। চোরেরা দল ছেড়েছে, বাঁচা গিয়েছে।
  • আগে গুজরাট, উত্তরপ্রদেশ সোনার হোক, তারপর সোনার বাংলা গড়তে এসো
  • বাংলার সংস্কৃতি জানেনা বিজেপি
  • বহিরাগতদের বাংলা থেকে বিদায় দিতে হবে।
  • এক দিকে বলছে, আত্মনির্ভর ভারত, আর অন্য দিকে, রিমোট কন্ট্রোল নিজের হাতে রাখছে।
  • আপনি ধনী হোক বা গরিব, সকলেই স্বাস্থ্যসাথী কার্ড পাবেন।
  • ক্ষমতা থাকলে পড়ে নাও, বাংলা নিজের মেয়েকেই চায়। সাগর থেকে পাহাড় মানুষের রায়, বাংলা নিজের মেয়েকে চায়। দিল্লির অন্যায়ের * বিরুদ্ধে লড়বেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই।
  • মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন, দিলীপ ঘোষের বাড়ির লোক সেই কার্ড নিয়ে যাচ্ছেন।
  • বাংলা থেকে ৫ লক্ষ ২৫ হাজার টাকা নিয়ে গিয়েছে। সেই টাকা দিয়ে এমএলএ কিনছে।
  • বিএসএনএল, এয়ার ইন্ডিয়াকে বেচে দিয়েছে বিজেপি। জ্বালানি তেলের দাম লাগাতার বাড়ছে।
  • উন্নয়নের নামে দেশে লুঠ করছে বিজেপি। আচ্ছে দিন কবে আসবে? কবে পাওয়া যাবে প্রতিশ্রুতির ১৫ লাখ। দিদি কিন্তু সব প্রতিশ্রুতিই পালন করেছেন।
  • কাকে ভোট দেবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত। আমরা কিন্তু মাথা নত করে ৫ বছর কাজ করব। আপনারা কি চান বাংলার মেয়ে দিল্লির কাছে মাথা নত করুক? বহিরাগতদের বশ্যতা স্বীকার করুক বাংলার মেয়ে, এটা কি চান?
TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal, #bjp, #abhishek banerjee, #tmc, #slogan, #Nagrakata

আরো দেখুন