রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপি কি নন্দীগ্রামে প্রার্থী দিতে ভয় পাচ্ছে, প্রশ্ন তৃণমূলের

February 20, 2021 | < 1 min read

আজ বিকেলে মুকুল রায়, অমিত মালব্য, কৈলাশ বিজয়বর্গীয়া, লকেট চ্যাটার্জি থেকে শুরু করে বঙ্গ বিজেপির অন্তত ৯ জন নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে আক্রমণ শুরু করে। আক্রমণের বিষয় ছিল মমতা যদি নন্দীগ্রামে দাঁড়িয়ে জিততে আত্ম্যবিশ্বাসী থাকেন তাহলে তিনি কেন বলছেন না যে তিনি শুদু মাত্র একটি আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন?

এ জবাবে তৃণমূল কংগ্রেস বিবৃতি দিয়েছে যে বিজেপি কি নন্দীগ্রামে প্রার্থী দিতে ভয় পাচ্ছে, যদি তা না হয়, তাহলে প্রার্থীর নাম জানানো হোক। জানান হোক বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম। তৃণমূল সামনের নির্বোচনে ব্যাপক ভাবে জিততে চলেছে, বলা হয় বিবৃতিতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #Nandigram, #Bengal Election 2021

আরো দেখুন