দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

হস্তশিল্প মেলায় ‘খেলা হবে’ শাড়ি, দুল

February 20, 2021 | < 1 min read

গ্রাম বাংলার হস্তশিল্পীদের স্বনির্ভর করে তোলার জন্য ক্রিয়েটিভ বেঙ্গলের(Creative Bengal) তরফে রাজ্যজুড়ে ‘সোনাঝুরি হাট’(Sonajhuri Haat) এর আয়োজন করা হচ্ছে। ১৮ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলায় ‘সোনাঝুরি হাট’ শুরু হয়েছে।  টালিগঞ্জের কুঁদঘাটে প্রগতি সংঘ ক্লাবের মাঠে মেলার আয়োজন করা হয়। ১০৫ জন হস্তশিল্পী সেখানে অংশগ্রহণ করেন। লকডাউনের জেরে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা প্রায় বেকার। বিক্রির আশায় নির্বাচনের আগে রাজনীতিকে তাঁদের হস্তশিল্পে ফুটিয়ে তুলেছেন। কেউ বানাচ্ছেন ‘মোদি পাঞ্জাবি’ কেউ বা আবার ‘মমতা শাড়ি’(Mamata Saree)। কেউ আবার শাড়িতে আঁকছেন ভ্যাকসিনের ছবিও। সেখানে শোলা দিয়ে তৈরি করা হয়েছে মোদি-দিদি স্ট্যাচু। কানের দুলের ‘খেলা হবে’ স্লোগান। এছাড়াও শাড়িতে লেখা ‘খেলা হবে’(Khela Hobe)। এদিন মেলায় উপস্থিত ছিলেন তৃণমূল(TMC) নেতা মদন মিত্র(Madan Mitra)। তিনি বলেন ‘মেলাতেই খেলা হবে’। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Hosto Shilpi mela, #West Bengal, #Kolkata, #Saree, #khela hobe, #Earrings

আরো দেখুন