রাজ্য বিভাগে ফিরে যান

মমতার বিরুদ্ধে শেষে বামেদের শরণাপন্ন বিজেপি

February 21, 2021 | < 1 min read

সিপিএমের (CPIM) ব্রিগেড প্রচারে ‘টুম্পা সোনা’ ভাইরাল হতে না হতেই বিজেপির (BJP) প্রচারে শোনা গেল ‘বেলা চাও’। বিখ্যাত এই ইতালিয় লোকসঙ্গীতের সুরে গান বেঁধেছে বিজেপি। তাতে ‘বেলা চাও’ হয়ে গিয়েছে ‘পিসি যাও’।

বিধানসভা নির্বাচনের মুখে ভোটপ্রচারে নানা অভিনব পন্থা নিচ্ছে সমস্ত রাজনৈতিক দলই। তৃণমূলের ‘খেলা হবে’ ছড়িয়ে পড়েছে লোকের মুখে মুখে। পিছিয়ে নেই সিপিএমও। তারাও ‘টুম্পা সোনা’র চেনা সুরে ব্রিগেডের প্রচারে। আর প্রচারের জন্য গোটা দেশে বিখ্যাত বিজেপিও বা পিছিয়ে থাকে কী করে। তারা বেছে নিয়েছে ‘বেলা চাও’-এর মতো বিখ্যাত গণসংগীত।

ইতালিয় এই লোকসংগীত মূলত বিশ্বের বামপন্থীরা গণসংগীতের ধাঁচে গাইলেও ছুঁতমার্গ নেই বিজেপির। সেই গানের সুরেই তৈরি হয়েছে বিজেপির ‘পিসি যাও’। গানের কথায় উঠে এসেছে রাজ্যের পরিস্থিতি নিয়ে গেরুয়া শিবিরের অভিযোগ। সঙ্গে ধ্বনিত হয়েছে ‘পিসি যাও’ স্লোগান। এবার দেখার, তৃণমূল বা সিপিএমের গানের মতো বিজেপির গান মানুষের মনে কতটা দাগ কাটে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cpim

আরো দেখুন