পিজি হাসপাতালে চালু হল ‘মা’ ক্যান্টিন
এসএসকেএম (SSKM) হাসপাতালে চালু হল ‘মা’ ক্যান্টিন (Maa Canteen)। প্রয়োজনীয় জায়গা পেলে শহরের অন্যান্য হাসপাতালেও ‘মা’ ক্যান্টিন চালুর ব্যবস্থা করবে কলকাতা পুরসভা। শনিবার ‘টক টু কেএমসি’ অনু্ষ্ঠানের পর কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানান, শুক্রবার রাতে পিজি হাসপাতাল কর্তৃপক্ষ ফোন করে রোগীর পরিবারের জন্য ‘মা’ ক্যান্টিন খোলার আর্জি জানান। আজ, শনিবার সকালেই সেখানে ক্যান্টিন চালু করে দেওয়া হয়েছে। কলকাতার অন্যান্য হাসপাতালেও ‘মা’ ক্যান্টিন খোলার পরিকল্পনা রয়েছে বলে জানান ফিরহাদ।
তিনি বলেন, যাঁরা জায়গা দিতে পারবে, সেখানেই খুলে দেওয়া হবে ক্যান্টিন। এছাড়া শিয়ালদহ, হাওড়া স্টেশনের আশপাশেও ‘মা’ ক্যান্টিন খোলার পরিকল্পনা রয়েছে। কিন্তু জায়গা পেতে সমস্যা হচ্ছে। রেল তো জায়গা দেবে না। তবুও চেষ্টা চলছে। কলকাতায় রোজ প্রচুর মানুষ জীবিকার সন্ধানে আসেন। রেলস্টেশন, বাস স্ট্যান্ড, অর্থাৎ যেসব জায়গা দিয়ে প্রচুর মানুষ কলকাতায় ঢোকেন, সেই জায়গাগুলিতেই ‘মা’ ক্যান্টিন খোলার ভাবনা রয়েছে।