রাজ্য বিভাগে ফিরে যান

এক দেশ এক রেশন কার্ড: রাজি নয়, জানাল রাজ্য

February 22, 2021 | < 1 min read

এক দেশ এক রেশন কার্ড(One country one ration card) প্রকল্প চালু করতে রাজ্য যে রাজি নয়, তা কেন্দ্রীয় সরকারকে(Central Govt) ফের জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallick)। কেন্দ্রীয় সরকারের তরফে চলতি মাসে রাজ্যকে এব্যাপারে চিঠি পাঠানো হয়। তারই পরিপ্রেক্ষিতে রাজ্য তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে।

দেশের মোট ৩২টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালু হয়েছে। পশ্চিমবঙ্গ সহ মোট চারটি রাজ্য এখনও এই প্রকল্পতে রাজি হয়নি। আগামী ৩১ মার্চের মধ্যে গোটা দেশে প্রকল্পটি চালু করতে চাইছে কেন্দ্র। সব রাজ্য ওই সময়ের মধ্যে প্রকল্পের আওতায় এসে যাবে বলে আশা করছে কেন্দ্রীয় সরকার।

আপাতত যা পরিস্থিতি, তাতে ৩১ মার্চের মধ্যে পশ্চিমবঙ্গের এই প্রকল্পে শামিল হওয়ার কোনও সম্ভাবনা নেই। কোনও রাজ্য এই প্রকল্পে অংশ না নিলে কী ব্যবস্থা নেওয়া হবে, সেব্যাপারে কেন্দ্র এখনও কিছু জানায়নি। বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্র কোনও কড়া ব্যবস্থা নেবে, এমন সম্ভাবনা নেই বলে খাদ্যদপ্তরের আধিকারিকরা মনে করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#central government, #Jyotipriya Mallick, #‬ ‪‎West Bengal, #ration card

আরো দেখুন