রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপির অনুষ্ঠানের জন্য সরকারি অর্থের অপব্যবহার করছেন মোদী – বিস্ফোরক কল্যাণ

February 22, 2021 | 2 min read

বিজেপির অনুষ্ঠানের জন্য সরকারি ব্যবস্থার অপব্যবহার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবার এমনই বিস্ফোরক দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী সরকারি টাকায় রাজনৈতিক মিটিং করে যাচ্ছেন। একটা ছোট অনুষ্ঠানেও প্রচুর সরকারি টাকা খরচ হচ্ছে। সরকারি ব্যবস্থাকে ব্যবহার করে তাঁর দল বিজেপির জন্য রাজনৈতিক সভা করে যাচ্ছেন তিনি। রবিবার হুগলি (Hoogly) জেলার শ্রীরামপুরে একটি সভা থেকে মোদীর বিরুদ্ধে এই অভিযোগ তোলেন কল্যাণ।

শ্রীরামপুরের সভায় কল্যাণ বলেন, ‘রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে যেটা তিনি (মোদী) বলছেন, সেটা তাঁর দলের বা সরকারের মত নয়। সেটা তাঁর ব্যক্তিগত মত। ভোটের দিন ঘোষণার আগে রাজ্যের আইনশৃঙ্খলা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকে না। কেন্দ্রীয় বাহিনী পাঠাল কে? যদি অমিত শাহের নির্দেশে আসে, তা হলে বুঝতে হবে এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আর যদি নির্বাচন কমিশনের নির্দেশে বাহিনী আসে, তা হলে অফিশিয়াল অর্ডার কোথায়? তা হলে নির্বাচন কমিশন তার এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করেছে। তবে রাজ্য সরকার মহত্বের পরিচয় দিয়েছে। বাহিনীকে নিয়ে রুট মার্চ করাচ্ছে এবং এটা দেখাতে চাইছে যে এখানে কোনও রাজনীতিকরণ নেই।’

এর পাশাপাশি বামেদের ‘টুম্পা’ গানের প্যারোডি করে ব্রিগেড যাওয়ার আহ্বানকেও কটাক্ষ করেছেন কল্যাণ। তিনি বলেন, ‘বৃদ্ধ বিমান আর অল্প বৃদ্ধ সূর্যকান্ত ‘টুম্পা’র হাত ধরে ব্রিগেডে যাবেন। কোথায় গেল বাম?’ অন্যদিকে, প্রধানমন্ত্রীর সভার সমর্থনে রবিবার শ্রীরামপুর ইএসআই হাসপাতালের সামনে থেকে বৈদ্যবাটি পর্যন্ত ‘পিসি যাও’ গান বাজিয়ে মিছিল করে বিজেপি (BJP)। এ নিয়ে বিজেপিকেও বিঁধেছেন কল্যাণ। তাঁর কথায়, ‘বিজেপির ওই গান শুনে মনে হচ্ছে প্যারোডিটাই ভাল করে করতে পারেনি। আক্রমণ যদি করো, তবে নাম করে করো। ও সব প্যারোডি করে কোনও লাভ নেই।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #kalyan-banerjee

আরো দেখুন