হুগলীতে উন্নয়নের বুলি মোদীর, ‘খেলা হবে’ পাল্টা তৃণমূলের
বিধানসভা নির্বাচনের আগে ফের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। হুগলীর (Hooghly) সাহাগঞ্জে জনসভায় বিজেপি-র হয়ে নির্বাচনী ভাষণ বক্তৃতা দিলেন তিনি। সেই সঙ্গে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর উদ্বোধনও করার কথা প্রধানমন্ত্রীর। নির্বাচন যত এগিয়ে আসছে, বাংলায় মোদী, অমিত শাহ, জেপি নড্ডার (JP Nadda) মতো গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বের আনাগোনা ততই বাড়ছে।
হুগলীতে আজ মোদী দাবি করেন, বাংলায় হাজার হাজার টাকা বিনিয়োগ করা হয়েছে। রেললাইন বাড়ানো হচ্ছে। আপনাদের মেট্রো উপহার দিচ্ছি। এই পরিকাঠামোর উন্নয়ন আরও আগে হওয়া উচিত ছিল। এত দিন বাংলায় কোনও উন্নয়ন হয়নি। আর দেরি করা তলবে না। বাংলার উন্নয়নই কেন্দ্রের লক্ষ্য।
তিনি আরও বলেন, বিজেপি (BJP) সোনার বাংলা তৈরি করতে কাজ করবে, যার মধ্যে এখানকার সংস্কৃতি ও ইতাহাস আরও মজবুত হবে। এমন বাংলা যেখানে সবার উন্নতি হবে। কাউকে তোষণ করা হবে না। যেখানে তোলাবাজি থাকবে না। রোগজার এবং আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত হবেন মানুষ।
এরপরই তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) টুইট করে বলেন, খেলা হবে। তাঁর বক্তব্য, টেলিপ্রম্পটারের ভাষণ তো শুনলাম। এবার দুদিন পর এই একই ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলবেন। খেলা হবে। বাংলা নিজের মেয়েকেই চায়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আজ দাবি করেন যে তিনি বাংলায় অনেক নতুন রেল প্রকল্প চালু করেছেন। মিথ্যা! এই প্রকল্পগুলি ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে ঘোষণা করেছিলেন।
প্রমাণ হিসেবে পিআইবির একটি সূত্রও দিয়েছেন ডেরেক।