কলকাতা বিভাগে ফিরে যান

প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের স্ত্রী রেণু চট্টোপাধ্যায়, শোকবার্তা মমতার

February 23, 2021 | < 1 min read

 প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের স্ত্রী রেণু চট্টোপাধ্যায় প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। রেণুদেবীর মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস প্রয়াত স্পিকারের বাড়িতে যান শোকবার্তা জানাতে।

বছর দুই আগে প্রয়াত হয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায় (Somnath Chatterjee)। তার আগে থেকেই রেণুদেবী একাধিক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।  সোমনাথবাবুর প্রয়াণের পর মানসিকভাবে ধাক্কা খান রেণুদেবী। গত কয়েক সপ্তাহ ধরে ক্রমে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। মঙ্গলবার দুপুরে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন রেণুদেবী।

সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর বেনজির সৌজন্যে দেখিয়ে তাঁর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেসময় রেণুদেবীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবরও নেন মমতা। সেসময় রেণুদেবীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেছিলেন তিনি। রেণুদেবীর প্রয়াণের পরও মুখ্যমন্ত্রী সৌজন্য দেখালেন। দ্রুত রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে পাঠান প্রয়াত স্পিকারের বাড়িতে। পুস্পস্তবক দিয়ে প্রয়াত স্পিকারের স্ত্রীকে শেষশ্রদ্ধা জানান অরূপ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Somnath Chatterjee, #Renu Chatterjee

আরো দেখুন