রাজ্য বিভাগে ফিরে যান

মমতাকে টক্কর দেওয়ার মতো কোনও নেতা নেই বাংলায় – বেফাঁস মন্তব্য অনুপমের?

February 23, 2021 | < 1 min read

২০২১ সালে দেশের রাজনৈতিক ময়দানের সেরা লড়াই নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন (West Bengal Election 2021)। বাংলায় ঘাসফুল উপড়ে পদ্মফুল ফোটাতে বদ্ধপরিকর বিজেপি (BJP)। কিন্তু মমতাকে টক্কর দেওয়ার মতো স্থানীয় কোনও নেতা এখনও নেই গেরুয়া শিবিরে, ভরসা সেই মোদিই। একথা বলছেন স্বয়ং বঙ্গ বিজেপির রাষ্ট্রীয় সচিব অনুপম হাজরা (Anupam Hazra)। তিনি জানিয়েছেন, একমাত্র মোদি বনাম মমতা দ্বৈরথের অ্যাঙ্গেলেই আসতে পারে সাফল্য। 

অনুপমের মতে, রাজ্যে এমন কোনও নেতা নেই যাঁকে প্রোজেট করে তৃণমূল নেত্রীকে হারানো যায়, তাই প্রোজেক্ট করা হয়ওনি। ফোকাস করা হয়েছে, মমতা বনাম মোদি লড়াইতে। রাজ্যে যেমন মমতার ক্যারিশমা আছে, দেশজুড়ে তেমনই আছে মোদি-ম্যাজিক। এই ম্যাজিকেই ২০১৯ লোকসভা নির্বাচনে ১৮টি আসন দখল করেছিল বিজেপি।

 অনুপমের দাবি, বিধানসভা হোক কিংবা লোকসভা ভোট মোদির প্রভাব থাকবে। তাই বাংলায় তিনি যত বেশি জনসভা করবেন, ততই বিজেপির পক্ষে মঙ্গল। দলের সূত্রে খবর, রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে কমপক্ষে ৫০টি করে মোট ১৫০০ র‍্যালি করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে পরিকল্পনা মাফিক কাজ।      

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Narendra Modi, #bjp, #Anupam Hazra

আরো দেখুন