দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

সাহাগঞ্জে মমতা – লাইভ আপডেট

February 24, 2021 | 3 min read

আজ মোদীকে জবাব দেওয়ার পালা। সেই লক্ষ্যেই আজ হুগলির (Hooghly) সাহাগঞ্জে ডানলপের মাঠে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। গত পরশু এই মাঠেই সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

শাসক তৃণমূলকে একাধিক ইস্যুতে তুলোধনা করলেও ডানলপ কারখানা চালু নিয়ে মোদী মুখে কুলুপ এঁটেছিলেন। একটি শব্দও ডানলপের কারখানা নিয়ে খরচ করেননি তিনি। তাই আজ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্বাচনী প্রচারে এসে কারখানার বিষয়ে কিছু বলেন কিনা সেদিকেই নজর শ্রমিক থেকে শুরু করে স্থানীয়দের।

বিধানসভা ভোট (West Bengal Election 2021) শিয়রে। সরগরম রাজ্য রাজনীতি। একুশের ভোটে বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির। নির্বাচনে সাফল্য পেতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে পদ্ম শিবির। নির্বাচনী ময়দানে পিছিয়ে নেই শাসক-তৃণমূলও। ‘উন্নয়ন’-কে হাতিয়ার করে একুশের লড়াইয়ে তৃণমূল (Trinamool)।

মমতার বক্তব্য লাইভ

সাহাগঞ্জের এই সভাতেই তৃণমূলে যোগ দিলেন টলিউডের এক ঝাঁক তারকা। ঘাসফুলে নাম লেখালেন অভিনেতা কাঞ্চন মল্লিক, জুন মাল্য, মানালি দে ও সায়নী ঘোষ। যোগ দিলেন পরিচালক রাজ চক্রবর্তী, সুদেষ্ণা রায়, শিক্ষাবিদ অনন্যা চক্রবর্তীও। এ ছাড়া দলে যোগ দিলেন ভারতীয় দলের ক্রিকেটার মনোজ তিওয়ারি।

১:৪০: খেলা হবে। একদিকে সিপিএম, কংগ্রেস, বিজেপি। অন্যদিকে আমি থাকবো গোলরক্ষক।

১:৪২: প্রধানমন্ত্রী নিজেকে বিরাট নেতা মনে করেন। মঞ্চে থাকে একটা মাইক, যাতে লাগানো থাকে ট্রান্সপারেন্ট গ্লাস। সব দেখে দেখে বলেন। একটা লাইন বাংলায় বলে বাংলার মন জয় করা যায় না।

১:৪৩: সেদিন প্রধানমন্ত্রী বলে গেলেন বাংলায় মা বোনেরা সুরক্ষিত নয়। আমি বলতে চাই, বিজেপি শাসিত রাজ্যে মহিলারা সুরক্ষিত তো? শুধু মিথ্যে কথা।

১:৪৪: রেল লাইন গুলো আমি করে দিয়ে গেছি। আর উনি শুধু ফিতে কেটে যাচ্ছেন।

১:৪৫: দেশে এখন দুটো নেতা। একজন হোঁদলকুতকুত। আরেকজন কিম্ভূতকিমাকার।

১:৪৬: আমায় পছন্দ না হলে আমার সাথে লড়। কিন্তু একি! ঘরের বৌকে অপমান করছে? আমার ঘরের মা বোনেরা কয়লা চোর? তোমাদের সারা গায়ে ময়লা লেগে আছে।

১:৪৭: ২০১৬ সালে আমরা পশ্চিমবঙ্গ সরকার বিল পাশ করলাম, ডানলপ অধিগ্রহণ করব। পাঁচ বছর হয়ে গেল। আজও করতে দিল না। নরেন্দ্র মোদী জবাব দাও, কেন ডানলপ বন্ধ হয়ে আছে? ডানলপের মালিকের বাড়িতে বিজেপি থাকেন! এদের মুখে বড় বড় কথা শুনব আমি? তৃণমূল তোলাবাজ? আপনি দাঙ্গাবাজ, ধান্ধাবাজ! আপনারা দেশ বিক্রি করে দেন।

১:৪৯: বিজেপিতে মহিলারা সম্মান পায় না। মুখ বুজে সহ্য করছে। তৃণমূলে মেয়েদের সম্মান দেওয়া হয়। ঘরে ঘরে মেয়েরা পড়াশোনা করছে। কন্যাশ্রী কে করেছে? বলে কিনা তৃণমূল কিছুই করেনি। মোদিবাবু রোজ ডুগডুগি বাজাচ্ছেন। মিডিয়া মাথা নত করে ফেলেছে।

১.৫০: এই সায়নী, এখন এখানে এসেছে। একটা টুইট করেছিল। তাই নিয়ে কত অপমানই না করেছে তাঁকে। একটা মেয়ের স্বাধীনতা থাকবে না? দেবলীনার টুইট নিয়ে ওঁকেও কী ভাবে অপমান করেছে? আজকে বিজেপি-তে মেয়েরা সুরক্ষিত নয়। আমাদের দলে দেখবেন মেয়েদের সম্মান, মায়ের সম্মান। পশ্চিমবঙ্গ নদীমাতৃক দেশ। মায়ের দেশ।

১:৫৬: রঘুনাথপুরে শিল্প নগরী তৈরি হচ্ছে। আমরা আগামী ২ বছরে দেড় কোটি ছেলেমেয়েকে চাকরী দেব। বাংলায় ৪০% দারিদ্রতা কমেছে। ওরা শুধু বড় বড় ভাষণ দেয়।

১.৫৭: এখানে ২৪টা ক্লাস্টার হয়েছে। নতুন গ্রিন বিশ্ববিদ্যালয় হয়েছে। তারকেশ্বর উন্নয়ন পর্ষদ হয়েছে। এ ছাড়া গ্লোবাল বিজনেস সামিট থেকে বিপুল বিনিয়োগের প্রস্তাব পেয়েছি। সিঙ্গুরে আমরা ১১ একর জমির উপর অ্যাগ্রো ইন্ডাস্ট্রি তৈরি করছি। ডানকুনি থেকে শুরু করে রেললাইন ধরে শিল্প হতে হতে যাবে।

২:০২: খেলা তো হবেই। আর এই খেলার ফলাফল বলে দেবে দেশ থেকে এই কেন্দ্রীয় সরকার বিদায় নেবে কিনা।

২:০২: গুজরাট বাংলা শাসন করবে না। বাংলায় বাংলা শাসন করবে। আজ বিজেপি, কংগ্রেস আর সিপিএম এক হয়েছে। ক’জনকে গ্রেফতার করবে কর। তৃণমূলের সব কর্মীকে গ্রেফতার কর।

২:০৫: বিজেপির মতো নিষ্ঠুর দলকে দলকে আনবেন না। আমরা এর আগেরবার ভোট পাইনি। হয়ত আমাদের খামতি ছিল। সেই দোষ ত্রুটি আমরা সংশোধন করে নিয়েছি ।

২:০৬: এত প্রতিহিংসাপরায়ণ দল আর নেই। ওরা আমেরিকার ট্রাম্প কে গেছিল জেতাতে। নিজেদের জেতার মুরোদ নেই, গেছে ট্রাম্প কে জেতাতে।

২:০৮: এখানে এসে বলছে বাংলা জিতবে। বাংলা জেতা অত সহজ না। একটা সংসদ জিতেছে মানে এই নয় যে হুগলি ওদের হয়ে গেছে। বাংলাকে বাঁচতে দিন এই মাটিতে বিজেপিকে কবর দিন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #West Bengal Election 2021, #Trinamool Congress

আরো দেখুন