দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

দক্ষিণেশ্বরে গঙ্গা ঘাট সংস্কার – ১ কোটি ৩৫ লক্ষ বরাদ্দ রাজ্যের

February 25, 2021 | 2 min read

মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ক্ষমতায় আসার পর দক্ষিণেশ্বর মন্দির (Dakshineswar Mandir) চত্বরকে সুন্দর করে সাজানো হয়েছে। তৈরি হয়েছে স্কাইওয়াক(Skywalk)। দক্ষিণেশ্বরকে সাজাতে মোট ২০ কোটি টাকা খরচের পরিকল্পনা আছে রাজ্য সরকারের। এর অনেকটা কাজ হয়েছে। বাকি আছে আরও অনেকটা। এবার মন্দির সংলগ্ন মায়ের ঘাট সংস্কার সহ মন্দির চত্বরে সৌন্দর্যায়নের(Beautification) পরিকল্পনা করা হয়েছে। এর জন্য কেএমডিএ গত সোমবার ১ কোটি ৩৫ লক্ষ ৩১ হাজার ৬৮৪ টাকার টেন্ডারের জন্য বিজ্ঞপ্তি করেছে। চার মাসের মধ্যে সেই কাজ শেষ করতে হবে বলে কেএমডিএ’র পক্ষ থেকে জানানো হয়েছে।

কেএমডিএ(KMDA) সূত্রে জানা গিয়েছে, দক্ষিণেশ্বরে গঙ্গার মূল ঘাট বা মায়ের ঘাট নতুন করে সংস্কার করা হবে। দর্শনার্থী ও পুণ্যকামী মানুষের সুবিধার জন্য এই পরিকল্পনা সরকারের। এছাড়া মন্দির চত্বরে মাল্টি প্লাজা ও পর্ণবীথিকার মধ্যে ল্যান্ডস্কেপিং ও বিউটিফিকেশন করা হবে। দ্বিতীয় কার পার্কিং প্লেসে শৌচালয় তৈরি করা হবে। নতুন করে তৈরি হবে গার্ড রুম। সেখানে নিরাপত্তা কর্মীদের জন্য ঘর তৈরি করা হবে। দক্ষিণেশ্বর মন্দির কমপ্লেক্সের ইউটিলিটি লাইনের একটি মাস্টার প্ল্যান তৈরির জন্য সমীক্ষার কাজ হবে। জল সরবরাহ লাইনের এক্সটেনশন করা হবে। এর আগেই মন্দিরে যাওয়ার পথ সুগম করা হয়েছে। গাড়ি রাখার দু’জায়গায় সুব্যবস্থা করা হয়েছে। ভবতারিণী মা’কে পুজো দেওয়ার জন্য ফুল ও মিষ্টির দোকানগুলিকে একটি জায়গায় নিয়ে এসে ‘ডালা আর্কেড’ তৈরি করা হয়েছে।

আলোয় ঝলমল করছে মন্দির সংলগ্ন পুরো এলাকা। নিরাপত্তার কথা মাথায় রেখে মন্দিরের প্রবেশ পথে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে। তৈরি হয়েছে লাইট অ্যান্ড সাউন্ড। সেখানে ঠাকুর রামকৃষ্ণের জীবনী ও ভবতারিণী মায়ের উপরে আলোকবৃত্তান্ত দেখানো হয়। মন্দির চত্বরের পুকুর পাড়ও সাজানো হয়েছে। গত কয়েক বছরে একেবারে বদলে গিয়েছে দক্ষিণেশ্বের মন্দির চত্বর ও সংলগ্ন এলাকা। তা ভক্তদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। ঠিক হয়েছে, সাজিয়ে তোলা হবে বাকি অংশেরও।


শুধু দক্ষিণেশ্বর নয়, সেই সঙ্গে কালীঘাট, তারাপীঠ, তারকেশ্বর প্রভৃতি পীঠস্থানকেও সুন্দর করে সাজিয়ে তোলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে বেশ কিছু কাজ হয়েছে। তারাপীঠ মন্দিরে যাওয়ার রাস্তা চওড়া করা হয়েছে। তৈরি হয়েছে বিরাট তোরণ। মন্দির চত্বর সুন্দর করে সাজানো হয়েছে। কালীঘাট মন্দিরেও তৈরি হচ্ছে স্কাইওয়াক। পীঠস্থানগুলিতে আসা পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্যই এই সব পরিকল্পনা সরকার নিয়েছে।  

TwitterFacebookWhatsAppEmailShare

#Dakshineswar Temple

আরো দেখুন