রাজ্য বিভাগে ফিরে যান

জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার হবে, হুঙ্কার মমতার

February 25, 2021 | 2 min read

বাড়ছে পেট্রোল-ডিজেলের(Petrol -Diesel) দাম। আজ বৃহস্পতিবার অভিনব কায়দায় তার প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ইলেকট্রিক স্কুটারে(Electric Scooter) চেপে আজ নবান্ন গেলেন মুখ্যমন্ত্রী। যে স্কুটারে সওয়ার হন মুখ্যমন্ত্রী, সেই স্কুটারটি চালাচ্ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim) । আজ ১১টা নাগাদ হাজরা থেকে ইলেকট্রিক স্কুটারে নবান্নের উদ্দেশে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই সরকার মানুষকে ভাওতা দিচ্ছে। আমাদের দেশের অধিকাংশ মানুষ গরীব তাদের মাসে অন্তত ২ টো করে রান্নার গ্যাস সিলিন্ডারের প্রয়োজন হয়, ২ টো গ্যাসে দাম যদি ১৬৫০ টাকা হয় তাহলে তারা বাকি জিনিস কি করে কিনবে?’

মমতার ক্ষোভ, কেরোসিন পাওয়া যাচ্ছে না , পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে।
আগে কৃষকদের জন্য ডিজেলের দাম বাড়ানো হত না কারণ তারা ট্রাক্টরে ডিজেল ব্যবহার করে, কিন্তু এখন কৃষক, মজদুরদের ও রেয়াত করা হয় না।

বিজেপিকে(BJP) কটাক্ষ করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘নির্বাচন এলে বলে ফ্রি তে গ্যাস দেবে, ওটা এল পি জি গ্যাস নয়, ওটা ফানুস বেলুনের গ্যাস, মিথ্যে কথা। শুধু মিথ্যা, অপপ্রচার , কুৎসা করছে।’

দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঙ্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘রান্নার গ্যাসের দাম যেভাবে বাড়ছে তা ভয়াবহ আমাদের আন্দোলন চলছে, চলবে। আগামীকাল থেকে এই আন্দোলন আরও ব্যাপক হবে।’

বেসরকারিকরণের বিষয়ে মোদী সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘এই দেশ বেচে দিচ্ছে মোদী সরকার, রেল, কোল, বি এস এন এল, ব্যাংক সব বিক্রি করে দিচ্ছে। এই সরকার জনবিরোধী, নারী বিরোধী, কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী, যুব বিরোধী। ওরা দেশের সর্বনাশ করে দিচ্ছে। আমরা এই সর্বনাশের শেষ চাই, এই সরকারের পতন চাই, এরকম সরকার আমাদের চাই না। ওরা দেশের ইতিহাস বদলে দিচ্ছে, কদিন পর দেশের নামটাও বদলে দেবে।’

সবশেষে মুখ্যমন্ত্রী জানান যে সন্ধ্যেবেলাতেও তিনি এই গ্রিন স্কুটার এ করেই বাড়ি ফিরবেন গাড়িতে নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #fuel price hike

আরো দেখুন