কলকাতা বিভাগে ফিরে যান

টলিপাড়ায় গেরুয়া সংগঠনের মিছিল কার্যত ফ্লপ

February 25, 2021 | 2 min read

গত মঙ্গলবার টলিপাড়ায়(TollyPara) বিজেপি(BJP) ঘনিষ্ঠ কলাকুশলীদের সংগঠনের ব্যানারে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। টালিগঞ্জে কিশোরকুমারের মূর্তির পাদদেশ থেকে এই মিছিল দাসানি স্টুডিও পর্যন্ত যায়। কথা ছিল এই মিছিলের পুরোভাগে থাকবেন রিমঝিম মিত্র(Rimjhim Mitra), রুদ্রনীল ঘোষ(Rudranil Ghosh), সুমন বন্দ্যোপাধ্যায়(Suman Banerjee) প্রমুখ। কিন্তু তাঁদের কারও দেখা মেলেনি। মিছিল যথাসময়ে শুরু হলেও, ‘টলিউড বাঁচাও অভিযান’(Tollywood Bachao Abhijan) নামাঙ্কিত এই মিছিল কার্যত ফ্লপ। মাত্র হাতেগোনা কয়েকজন এই মিছিলে হেঁটেছেন।

বিজেপির রাজ্য কমিটির ওয়েবসাইটে আগেই বলা হয়েছিল বিজেপি নেত্রী তথা চলচ্চিত্রপরিচালক সঙ্ঘমিত্রা চৌধুরীর নেতৃত্বে এই মিছিল হবে। যখন এক ঝাঁক অভিনেতা বিজেপিতে যোগ দিলেন, ঠিক সেই সময় একেবারে টালিগঞ্জের বুকে এই ‘ফ্লপ’ মিছিল দেখে টলিউডে বিজেপির পায়ের মাটি কতটা শক্ত তা নিয়ে প্রশ্ন উঠছে।

তবে, মিছিলে যে কম লোক হয়েছে, সে কথা মানতে নারাজ সঙ্ঘমিত্রা। তাঁর দাবি,‘অনেক কলাকুশলী এই মিছিলে হেঁটেছেন। আন্দোলনটা তো কুলাকুশলীরাই করেন। স্বরূপ বিশ্বাসের কাছ থেকে কলাকুশলীরা সারাক্ষণ হুমকি পাচ্ছেন। বলা হচ্ছে, যে মিছিলে যাবে তাঁর কাজ চলে যাবে।’ অভিনেতাদের না আসা প্রসঙ্গে সঙ্ঘমিত্রার বক্তব্য, ‘রুপোলি মুখদের এইসব নিয়ে কোনও দায়ভার নেই। ফেডারেশনের কার্ড ছাড়াও তাঁরা এখানে কাজ করতে পারেন। যাঁরা কার্ড ছাড়া কাজ করতে পারেন না, যাঁদের প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় তাঁদের নিয়েই এই মিছিল ছিল। কোনও শিল্পী না এলে আমাদের কিছুই যায় আসে না।’ তবে শোনা যাচ্ছে, বিজেপির ব্যানারে এই মিছিল ছিল না বলেই কোনও শিল্পী আসেননি। ‘ফেডারেশনের বিরুদ্ধে কোনও রাজনৈতিক দলের ব্যানারে আমরা কিছু করতে পারি না, এই টেকনিক্যাল বিষয়টা কাউকে বোঝাতেই পারছি না,’ বলছিলেন সঙ্ঘমিত্রা। মিছিলে কেন এলেন না? এই প্রশ্ন রিমঝিমকে করা হলে তিনি বলেন, ‘সেদিন আমাদের পার্টির অনেকগুলো অনুষ্ঠান ছিল। ওখানে যাওয়ার কথা ছিল। বিজেপির ঝান্ডা নেই বলে না যাওয়ার কোনও প্রশ্ন নেই। অন্য জায়গায় আটকে পড়েছিলাম বলে যেতে পারিনি।’


তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে স্বরূপ বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি তো আর সমাজবিরোধী নই যে হুমকি দেব। যেভাবে ওঁরা কলাকুশলীদের অপমান করছেন, নীচে নামাচ্ছেন, ওঁদের জিজ্ঞেস করুন ওঁরা কি কলাকুশলীদের যথাযথ সম্মান দিচ্ছেন? তাঁরা ওঁদের মিছিলে যাবে কী করে! ফেডারেশন সবসময় কলাকুশলীদের পাশে রয়েছে। তাঁদের জন্য ফেডারেশন সারাক্ষণ লড়াই করছে। ওঁদের বলব, এখানে কোনও রাজনৈতিক দল বা রং লাগাবেন না। কলাকুশলীদের একটাই রং, তাঁরা হলেন কারিগর।’ 

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Tollygunge, #bjp, #Rally

আরো দেখুন