খেলা হবে আটটা দফায়, হারিয়ে ভূত করে দেব: মমতা
পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্য এবং ১ কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের দিন ক্ষণ ঘোষণা করছে নির্বাচন কমিশন। এ বছর বাংলায় ২৯৪, অসমে ১২৬, কেরলে ১৪০, তামিলনাড়ুতে ২৩৪ এবং কেরলে ৩০টি আসনে ভোট হবে। পশ্চিমবঙ্গে (West Bengal) ভোট হবে ৮ দফায়, ২৭শে মার্চ থেকে ২৯শে এপ্রিল পর্যন্ত। গণনা ২রা মে।
আজ নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই কালীঘাটে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আট দফায় নির্বাচন করার সিদ্ধান্তকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, বাংলাকে আমি ভাঙতে দেবো না। বাংলার নিজের মেয়ে হিসেবে আমার এই শপথ। খেলা হবে। ৮ পর্যায়েই হবে।
মমতার অভিযোগ, বিজেপি (BJP) পার্টি অফিসে যা নির্বাচনী নির্ঘণ্ট দেখা গেছিল, ঠিক সেই তারিখই ঘোষণা করা হয়েছে। বহিরাগত গুণ্ডারা বাংলা চালাবে না। বাংলার মানুষই বাংলা চালাবে।
মুখ্যমন্ত্রীর প্রশ্ন, সারা দেশে আমিই একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। আমাকে এত ভয় ওদের? নির্বাচন কমিশনকে অনুরোধ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী যেন নিজেদের সরকারি ক্ষমতা বাংলায় অপব্যবহার না করেন। নির্বাচনের (West Bengal Election 2021) দিন কি মোদী-শাহের ইচ্ছানুযায়ী হয়েছে? খেলা হবে আটটা দফায়, হারিয়ে ভূত করে দেব। বাংলাকে এই অপমানের জবাব মানুষ দেবে।
মমতার সাফ কথা, আমরা নেতা নই, আমরা বাংলার ঘরের লোক, আমরা ধানক্ষেতে কাজ করার লোক, আমরা বাসন মাজার লোক, আমরা নেতার নামে ন্যাতা নই! আমরা রাস্তায় নেমে লড়াই করি। জয় আমাদেরই হবে।