রাজ্য বিভাগে ফিরে যান

পশ্চিমবঙ্গে নির্বাচন ৮ দফায়, গণনা ২রা মে

February 26, 2021 | 2 min read

পশ্চিমবঙ্গ-সহ ৩ রাজ্য এবং ১ কেন্দ্র শাসিত অঞ্চলে ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। শুক্রবার দিল্লির এ নিয়ে বৈঠক হয় কমিশনের আধিকারিকদের। কোভিড পরিস্থিতিতে কী ভাবে ভোট করানো হবে, তা নিয়ে সবিস্তার আলোচনা হয় সেখানে। তারপর বিজ্ঞান ভবনে ৫ নম্বর ঘরে সাংবাদিক বৈঠকে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে হাজির হন কমিশনের (Election Commission) আধিকারিকরা।

এ বছর বাংলায় ২৯৪, অসমে ১২৬, কেরলে ১৪০, তামিলনাড়ুতে ২৩৪ এবং কেরলে ৩০টি আসনে ভোট হবে। করোনা পরিস্থিতিতে এই বিপুল সংখ্যক আসনে ভোট করাতে বিশেষ সতর্কতা অবলম্বন করছে কমিশন।

জেনে নিন বাংলার নির্বাচনী নির্ঘন্ট:

বাংলায় নির্বাচন হবে ৮ দফায়।

প্রথম দফাঃ ২৭শে মার্চ – ৩০টি কেন্দ্র (পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ভাগ ১, পূর্ব মেদিনীপুর ভাগ ১)

দ্বিতীয় দফাঃ ১লা এপ্রিল – ৩০টি কেন্দ্র (বাঁকুড়া ভাগ ২, পশ্চিম মেদিনীপুর ভাগ ২, পূর্ব মেদিনীপুর ভাগ ২, দক্ষিণ ২৪ পরগনা ভাগ ১)

তৃতীয় দফাঃ ৬ই এপ্রিল – ৩১টি কেন্দ্র (হাওড়া ভাগ ১, হুগলী ভাগ ১, দক্ষিণ ২৪ পরগনা ভাগ ২)

চতুর্থ দফাঃ ১০ই এপ্রিল – ৪৪টি কেন্দ্র (হাওড়া ভাগ ২, হুগলী ভাগ ২, দক্ষিণ ২৪ পরগনা ভাগ ৩, আলিপুরদুয়ার, কোচবিহার)

পঞ্চম দফাঃ ১৭ই এপ্রিল – ৪৫টি কেন্দ্র (উত্তর ২৪ পরগনা ভাগ ১, নদীয়া ভাগ ১, পূর্ব বর্ধমান ভাগ ১, দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি)

ষষ্ঠ দফাঃ ২২শে এপ্রিল – ৪৩ কেন্দ্র (উত্তর ২৪ পরগনা ভাগ ২, নদীয়া ভাগ ১, পূর্ব বর্ধমান ভাগ ২, উত্তর দিনাজপুর)

সপ্তম দফাঃ ২৬শে এপ্রিল – ৩৬টি কেন্দ্র (মালদা ভাগ ১, মুর্শিদাবাদ ভাগ ১, পশ্চিম বর্ধমান, দক্ষিণ কলকাতা, দক্ষিণ দিনাজপুর)

অষ্টম দফাঃ ২৯শে এপ্রিল – ৩৫টি কেন্দ্র (মালদা ভাগ ২, মুর্শিদাবাদ ভাগ ২, বীরভূম, উত্তর কলকাতা)

ভোটগণনা হবে ২রা মে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Election Commission of India, #West Bengal Election 2021

আরো দেখুন