মেদিনীপুরে বিজেপি-র জামানত জব্দ হবে, হুঙ্কার অভিষেকের
ভোটের দামামা বেজে গিয়েছে। শুক্রবারই নির্বাচন কমিশন নির্ঘণ্ট ঘোষণা করেছে। সেই সঙ্গে চালু হয়ে গিয়েছে নির্বাচনবিধিও। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পরে এই প্রথম পশ্চিম মেদিনীপুরের ঘাটালে প্রথম রোড শো করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘দিদির দূত’ গাড়ি করে রোড শো করেন অভিষেক। সাউন্ড বক্সে রীতিমতো ‘খেলা হবে’ স্লোগানে মেতে ওঠেন কর্মী সমর্থকরা। দাসপুর থেকে ঘাটাল সাড়ে ৪ কিলোমিটার রাস্তা জুড়ে রোড শো করেন অভিষেক। এই রোড শো-এ দেখা যায়নি ঘাটালের সাংসদ দেবকে।
এর আগে তমলুকে জনসভা করেছিলেন অভিষেক। শুভেন্দু অধিকারীর গড়ে গিয়ে তাঁর বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছিল অভিষেককে। শনিবার ঘাটালের জনসভা থেকে তিনি বলেন বিজেপি বাংলার সংস্কৃতি জানে না।
কী বলছেন অভিষেক—
৫.০৩: মেদিনীপুর কারও পৈতৃক সম্পত্তি নয়।
৫.০১: মেদিনীপুরে বিজেপি-র জামানত জব্দ হবে।
৫.০০: বহিরাগতদের নিয়ে বাংলায় ভোট হবে না।
৪.৪৯: ভোট করবে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, যুবশ্রী
এ বার পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট হচ্ছে (West Bengal Election 2021)। ভোট শুরু হচ্ছে ২৭ মার্চ থেকে। ফলে সময় যত এগিয়ে আসছে যুযুধান দুই শিবির বিজেপি (BJP) এবং তৃণমূল (Trinamool) একে অন্যের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিভিন্ন সমাবেশ থেকে। গত বুধবার ঠাকুরনগরের জনসভা থেকেও বিজেপি-র বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন অভিষেক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার কিছু দিন আগেই সেখানে জনসভায় দাবি করেছিলেন যে এ বার বিজেপি ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে। অমিত শাহ (Amit Shah) কটাক্ষ করে ঠাকুরনগরের জনসভা থেকে অভিষেক পাল্টা দাবি করেন ২৫০টি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল।