রাজ্য বিভাগে ফিরে যান

বরানগরে ক্ষুদিরামের মূর্তিতে আলকাতরা, ক্ষোভ জনমানসে

February 27, 2021 | < 1 min read

 শহিদ ক্ষুদিরাম বসুর (Khudiram Bose) আবক্ষমূর্তিতে আলকাতরা দিয়ে বিকৃত করল দুষ্কতীরা। চোখ থেকে গাল পর্যন্ত আলকাতরা লাগানো হয়েছে। বৃহস্পতিবার রাতে বরানগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ন’পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ঘটনা সামনে আসতেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূলের দাবি, বাংলা ও বাঙালি বিপ্লবীকে এহেন অপমান করার প্রতিবাদে তারা আন্দোলনে নামবে।

২০১৩ সালের ১১ আগস্ট ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অঞ্জন পালের উদ্যোগে এই আবক্ষমূর্তিটি স্থাপন করা হয়েছিল। উদ্বোধন করেছিলেন সাংসদ সৌগত রায়। মূর্তির নীচে সেই ফলকও আছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান পুর প্রশাসক মণ্ডলীর সদস্য অঞ্জন পাল। অঞ্জনবাবু বলেন, আপনারা দেখুন, কীভাবে বাংলার বুকে অত্যাচার নেমে আসছে। বাঙালি বিপ্লবীকে যেভাবে বিবৃত করা হয়েছে, তার নিন্দার ভাষা আমাদের নেই। আমরা বরানগরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করব, আপনারাও এর বিরুদ্ধে প্রতিবাদে নামুন। আমরা পুলিসকে বলেছি, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বাংলার বুকে এই আক্রমণ আমরা কিছুতেই মেনে নেব না।এই মুহূর্তে

TwitterFacebookWhatsAppEmailShare

#Khudiram Bose

আরো দেখুন