এবার চালু হল ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ ওয়েবসাইট
গতকাল পশ্চিমবঙ্গের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আট দফায় ভোট হবে ২৭শে মার্চ থেকে ২৯শে এপ্রিল। আর বাংলায় রায় প্রকাশ ২রা মে। আর তার ২৪ ঘন্টার মধ্যেই তৃণমূলের তরফ থেকে নতুন চমক। চালু করা হল ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ (Bangla Nijer Meyekei Chay) ওয়েবসাইট।
ওয়েবসাইটটি দেখতে ক্লিক করুন এখানে
‘মা মাটি মানুষ’ হোক বা ‘বদলা নয় বদল চাই’, অতীতে বারংবার ব্রক্ষাস্ত্র হয়ে উঠেছে তৃণমূলের স্লোগান। এবারও তাই পদ্মের সঙ্গে ঘাসফুলের যুদ্ধে স্লোগানে ভরসা রাখছে তৃণমূল (Trinamool)। এবার তাদের স্লোগান, বাংলা নিজের মেয়েকেই চায়।
স্লোগানের মাহাত্মটা ঠিক কী? বুঝেশুনেই শব্দ বাছাই করেছেন কৌশলীরা। বহিরাগত তত্ত্বটিতে জোর দিয়ে বোঝানো হচ্ছে অন্যকে ডেকে আনা মানে সংস্কৃতির মূলে আঘাত। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তথা ঘরের মেয়ের কোনও বিকল্প নেই, এই বার্তাও দেওয়া যাচ্ছে। তাকে কেন দরকার ? তৃণমূলের সাফ জবাব- উন্নয়নই মূল কারণ।
আর এই স্লোগানকে হাতিয়ার করেই শাসক দলের এই ওয়েবসাইট। যা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে রাজ্যে।