উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

ঘুটের উনুন জ্বালিয়ে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ টিএমসিপির

February 28, 2021 | < 1 min read

রান্নার গ্যাস(Cooking Gas) ও পেট্রল)Petrol), ডিজেলের(Diesel) অস্বাভাবিক মূল্যবৃদ্ধির(Price Hike) প্রতিবাদে শনিবার শিলিগুড়িতে অভিনব আন্দোলন করল তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার কলকাতায় ই-স্কুটার চালিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) পেট্রল, ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। এদিন শিলিগুড়ি শহরের কেন্দ্রস্থল হাসমিচকে অনেকটা তার রেশ ধরে তৃণমূলের ছাত্র সংগঠন রাস্তার ওপর ঘুটের উনুন জ্বালিয়ে রান্নার গ্যাস ও পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানায়। 
জেলা তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) সভাপতির নির্ণয় রায় বলেন, রান্নার গ্যাস, পেট্রল ও ডিজেলের দাম কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে বাড়িয়ে চলেছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। গৃহস্থের রান্নাঘরে আগুন জ্বলছে। মধ্যবিত্ত মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। তাই কেন্দ্রের এই জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আমরা এদিন ঘুটের উনুন জ্বালিয়ে প্রতিবাদ জানালাম। 

TwitterFacebookWhatsAppEmailShare

#TMCP, #fuel price hike, #dung cakes, #siliguri

আরো দেখুন