রাজ্য বিভাগে ফিরে যান

আজ ব্রিগেডে শক্তি প্রদর্শনে মরিয়া বাম শিবির

February 28, 2021 | 2 min read

শিয়রে বিধানসভার ভোট। আর সে কথা মাথায় রেখে আজ রবিবার বাম-কংগ্রেস-আব্বাস সিদ্দিকিদের(Left-Congress_Abbas) জোটের ব্রিগেড(Brigade) সমাবেশ। ব্রিগেডের ইতিহাসে এভাবে ভোটের ময়দানে লড়া একাধিক বিরোধী শিবিরের জোটের জনসভা এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে। জমায়েতের নিরিখে আজ নতুন ইতিহাস তৈরির আগাম দাবি উদ্যোক্তাদের। নির্বাচনের মুখে রাজ্য রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা ফিরে পেতে তৃতীয় শক্তি হিসেবে সাংগঠনিক শক্তির পরীক্ষা দিতে একপ্রকার চ্যালেঞ্জ নিয়েছে উদ্যোক্তারা। পরীক্ষায় পাশ করে গেলে তারা অনেকটা অক্সিজেন পাবে বলে মনে করছে জোট শিবির। শেষ পর্যন্ত নতুন ইতিহাস তৈরি না হলেও বিজেপি(BJP) ও তৃণমূলের (TMC)বিরুদ্ধে তৃতীয় বিকল্প হিসেবে যৌথভাবে ব্রিগেডের আয়োজন, নিঃসন্দেহে ‘ঐতিহাসিক’ বলে মনে করছে রাজনৈতিক মহল।


এবারের ব্রিগেডের সমাবেশ থেকে নতুন কোনও চমক দেওয়ার বার্তা দেওয়ার আগাম ইঙ্গিত মেলেনি বাম, কংগ্রেস বা আব্বাসদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফে। তবে জমায়েতের বহরকেই এবার তারা নজির হিসেবে তুলে ধরে ধারে-ভারে এগিয়ে থাকা দুই শক্তিশালী প্রতিপক্ষকে নির্দিষ্ট বার্তা দিতে চায়। আর সেই বার্তা দিতে গিয়ে দুই শাসক দলের বিরুদ্ধে সাম্প্রদায়িক, স্বৈরাচারী, দুর্নীতিগ্রস্ত তকমা সেঁটে দিয়ে বক্তব্য রাখবেন বক্তারা। সীতারাম ইয়েচুরি, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, ডি রাজা, অধীর চৌধুরী, মহম্মদ সেলিম, ভূপেশ বাঘেল, আব্বাস সিদ্দিকিরা সকলেই কমবেশি এক সুরে আক্রমণ শানাবেন নরেন্দ্র মোদি-মমতা বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে। সমালোচনার ক্ষেত্রে দেশ ও রাজ্যে শিক্ষার পরিবেশ, বেকারদের কর্মসংস্থান, কৃষি ও কৃষক রক্ষা, শিল্প সংস্থান এবং গণতান্ত্রিক পরিবেশের মতো ইস্যুগুলিকেই এক্ষেত্রে প্রধান হাতিয়ার করবেন বক্তারা। অসুস্থতার কারণে সশরীরে সভায় হাজির থাকবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে সমর্থকদের আবেগের কথা ভেবে যে কোনওভাবে তাঁর বার্তা পাঠ করার চেষ্টা চালাচ্ছে আলিমুদ্দিন।

সমাবেশের জন্য ২৪ ঘণ্টা আগে থেকেই দূরের জেলাগুলি থেকে লোক আসতে শুরু করেছে শহরে। শিয়ালদহ ও হাওড়া স্টেশনে এজন্য ক্যাম্প অফিস খুলেছে প্রধান উদ্যোক্তা সিপিএম। যা করার অনুমতি নিয়ে গোড়ায় টানাপোড়েন চলে বিস্তর। রাতেই ব্রিগেডের একাংশ জুড়ে তৈরি অস্থায়ী চাঁদোয়ার তলায় আস্তানা গাড়েন কয়েক হাজার মানুষ। তাদের জন্য খাওয়া ও পানীয় জলের বন্দোবস্তও থাকে যথারীতি। লোকসংখ্যা এবার কত হবে, জনসভায় তা বোঝা যাবে আজ। তবে আয়োজনে এবার বাড়তি ব্যবস্থা কিছু নিয়েছে উদ্যোক্তারা। অন্যান্যবারের তুলনায় এবার মঞ্চের মাপ বেড়েছে অনেকটা।

মাইকের সংখ্যা প্রায় শ’দেড়েক বেড়ে দাঁড়িয়েছে ৬২০’তে। মঞ্চে একাধিক দলের অনেক নেতাদের ঠাঁই দিতেই এই ব্যবস্থা। মঞ্চের পিছনেও দুটি পৃথক বসার জায়গা তৈরি হয়েছে ছাউনি সহ। এবার গোটা মাঠের উপর নজরদারি চালানোর জন্য থাকবে ড্রোন ক্যামেরাও। কলকাতা পুলিসের তরফেও আজ কয়েক হাজার পুলিস ময়দান ও গোটা শহর জুড়ে মোতায়েন করা হচ্ছে সমাবেশ উপলক্ষে। শনিবার আয়োজনের খুঁটিনাটি সরেজমিনে খতিয়ে দেখতে ব্রিগেড যান বিমান বসু-সুজন চক্রবর্তীরা। তাঁরা বলেন, অতীতের সব রেকর্ড এবার ভেঙে দেবে মহাজোটের এই ব্রিগেড। রাজ্য রাজনীতিতে রবিবার সূচনা হবে এক নতুন ইতিহাসের।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Election 2021, #Abbas Siddiqui, #ISF, #brigade, #Congress, #Left

আরো দেখুন