রাজ্য বিভাগে ফিরে যান

ডুয়ার্সে শক্তিবৃদ্ধি তৃণমূলের

February 28, 2021 | < 1 min read

তৃণমূলে(TMC) যোগ দিলেন ডুয়ার্স(Dooars) মিলাত-ই-ইসলামিয়া সোসাইটির ৬ সদস্য। আজ তৃণমূল ভবনে ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং আহমেদ হাসান ইমরানের (Ahmad Hsan Imran)উপস্থিতিতে তাঁরা যোগদান করেন। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার(Alipurduar) এবং জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার ১২টি বিধানসভা কেন্দ্রে সংগঠনটির উপস্থিতি আছে।

যারা আজ যোগদান করলেন, তাঁরা হলেন:

১. কাদের আলী প্রেসিডেন্ট
২. মোঃ মিজানুর রাহমান জেনারেল সেক্রেটারি
৩. মোঃ আজাদ আনসারী আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট সেক্রেটারি
৪. আহমেদ আনসারী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি
৫. মোঃ সাইবুল হক নাগরাকাটা ব্লক প্রেসিডেন্ট
৬. দিলায়ার আনসারী বানারহাট ব্লক প্রেসিডেন্ট

২০১৯ এর ক্ষত মুছতে উত্তরবঙ্গে বিশেষ মনোযোগী ঘাসফুল শিবির। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের ৫৬টি আসন পাখির চোখ করেছে দল। এই যোগদানের ফলে যে ডুয়ার্সে তাদের শক্তিবৃদ্ধি হল, তা বলাই বাহুল্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#firhad hakim, #tmc, #dooars, #Ahmed Hasan Imran, #NorthBengal

আরো দেখুন