রাজ্য বিভাগে ফিরে যান

ব্রিগেডে যখন হুঙ্কার দিচ্ছেন আব্বাস, ভাইরাল হল তাঁর পুরোনো ভিডিও

February 28, 2021 | < 1 min read

ব্রিগেডে তাবড় নেতাদের অভাব ছিলনা। সিপিএমের(CPIM) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি(Sitaram Yechury) থেকে ছত্তিশগড়ের(Chattisgarh) মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল(Bhupesh Baghel)। অধীর চৌধুরি(Adhir Chowdhury) থেকে সূর্যকান্ত বিমান বসু(Biman Bose)। কিন্তু সবাইকে ছাপিয়ে গুরুত্ব পেলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF)নেতা আব্বাস সিদ্দিকি(Abbas Siddqui)।

আব্বাস বলেন, ‘সব কিছু ভুলে যেখানে বামেরা প্রার্থী দেবে সেখানেই আমরা সমর্থন জানাব।’ তবে কংগ্রেসের সঙ্গে জোট এখনও চূড়ান্ত হয়নি আব্বাসের দলের। তাই কংগ্রেসকে সমর্থন করার কথা মঞ্চ থেকে সরাসরি বলেননি আব্বাস।

একদিকে যখন ব্রিগেডে হুঙ্কার দিচ্ছেন আব্বাস, সামাজিক ভাইরাল হল তাঁর পুরোনো ভিডিও। সেই ভিডিওতে আব্বাস নিজের সমর্থকদের বলছেন, শুধুমাত্র ২০২১ এর স্বার্থে বাম-রেস এর সাথে আসন সমঝোতা করতে চান তিনি। ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও প্রতিশোধ নেবেন তিনি।

এই ভিডিও সামনে আসতেই নেটমহলে শোরগোল পড়ে যায়। কেউ কেউ দাবি জানান কংগ্রেস-বাম জোট যেন আব্বাসের সাথে আসন সমঝোতা না করেন। কেউ কেউ আব্বাসকে বিজেপির এজেন্ট বলেন। কেউ আবার ব্যঙ্গ করে বলেন, কমরেড আব্বাস লাল সালাম।

TwitterFacebookWhatsAppEmailShare

#Viral, #video, #ISF, #brigade, #abbas siddqui

আরো দেখুন