রাজ্য বিভাগে ফিরে যান

টিকা নিয়ে মমতার চিঠিতে বিপাকে বিজেপি

March 1, 2021 | 2 min read

পশ্চিমবঙ্গে ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিনামূল্যে করোনা টিকা (Covid Vaccine) দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখেছেন তাতে খানিকটা অস্বস্তিতেই পড়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা না করা হলে মানুষ টিকা না নিয়েই ভোট দিতে যাবেন।

নবান্নের এক আধিকারিক বলেন “কেন্দ্রীয় সরকার কয়েকটি বেসরকারি হাসপাতালে করোনার টিকা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে এটা স্পষ্ট বিনামূল্যে আর সবাইকে টিকা দেওয়া হবেনা।” রাজনৈতিক মহলের মতে মুখ্যমন্ত্রী ভোটের আগে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়ার আর্জি জানিয়ে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়িয়েছেন। তৃণমূলের একটি সূত্রের ব্যাখ্যা কেন্দ্রীয় সরকার যদি রাজ্যের হাতে পর্যাপ্ত পরিমাণ টিকা তুলে দিতে না পারেন তাহলে ভোটের আগে বিজেপিকে আক্রমণ করার মোক্ষম অস্ত্র পাবে তৃণমূল (Trinamool)।

দেশ জুড়ে টিকাকরণ শুরুর আগে ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন রাজ্য সরকার করোনার টিকাগুলি কিনবে এবং মানুষকে বিনামূল্যে তা দেওয়া হবে। বিজেপি (BJP) প্রথমে টিকাকরণ শুরু করে রাজনৈতিক ফায়দা তুলতে চেষ্ঠা করেছিল। কিন্তু তৃণমূল নেত্রী যে চিঠি দিয়েছেন তাতে মোদি সরকার খানিকটা বিপাকে।

এখনো পর্যন্ত রাজ্যের প্রায় ২ লক্ষ চিকিৎসক, স্বাস্থ্য কর্মী এবং নার্স টিকা নিয়েছেন। দ্বিতীয় পর্যায়ে পুলিশ সহ অন্যান্য করোনা যোদ্ধাদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে।

সোমবার থেকে ষাটোর্ধ্ব এবং ৪৫ বছরের বেশি বয়স্ক মানুষ যাদের কোমর্বিডিটি রয়েছে তাদের করোনার টিকা দেওয়া হবে। কিন্তু কোথা থেকে কীভাবে এই টিকাগুলি দেওয়া হবে সেই ব্যাপারে কোনো রূপরেখা ঠিক করে উঠতে পারেনি কেন্দ্রীয় সরকার। শনিবার বেশিরভাগ রাজ্যের তরফে অভিযোগ করা হয় টিকার কতগুলো ডোজ দেওয়া হবে সেই ব্যাপারে কিছু জানায়নি কেন্দ্র।

১লা মার্চ থেকে যাদের টিকা দেবার কথা বলা হয়েছে তাদের সংখ্যা প্রায় ১২ কোটি। তার মধ্যে ১১ কোটি মানুষের বয়স ৬০ বা তার বেশি। কাদের টিকা দেওয়া হবে সেই সংখ্যা ঠিক হয়ে গেলেও টিকা প্রস্তুতকারী সংস্থাগুলির কাছে কত টিকা মজুত রয়েছে আর রাজ্যগুলিকে কত ডোজ পাঠানো হবে তা চূড়ান্ত করার কাজ চলছে। বেসরকারি হাসপাতালে টিকার প্রতিটি ডোজের দাম ২৫০/- টাকা করা হলেও তাতে খুশি নয় প্রস্তুতকারী সংস্থাগুলি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #corona vaccine, #bjp

আরো দেখুন