রাজ্য বিভাগে ফিরে যান

ভোটের মুখে প্রকাশিত কবীর সুমনের নতুন রাগ ‘জয় বাংলা ভৈরব’

March 1, 2021 | < 1 min read

গত মাসের ২১ তারিখ, আন্তর্জাতিক ভাষা দিবসের অনুষ্ঠান উপলক্ষ্যে দেশপ্রিয় পার্কে গান গাইতে গিয়েছিলেন বাংলার খ্যাতনামা সঙ্গীত শিল্পী কবীর সুমন (Kabir Suman)। সেখানে তিনি বলেছিলেন, বাংলা খেয়ালের উন্নতিই এখন তাঁর ধ্যান-জ্ঞান। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুপ্রেরণাতেই এই বাংলা খেয়াল আরও সামনের দিকে এগিয়ে যাবে বলেই জানান তিনি। আর এবার ভোটের মুখে নতুন একটি রাগ তৈরি করলেন সুমন। সেই রাগের নাম ‘জয় বাংলা ভৈরব’।

গতকাল নিজের ফেসবুকে এই কথা জানিয়েছেন সঙ্গীত শিল্পী নিজেই। এই নতুন রাগেই তিনি গান বানাবেন ও গাইবেন বলে জানিয়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ। ফেসবুকে তিনি লেখেন, “জয় বাংলা। আজ, ২৮.০২.২১ সকালে একটি নতুন রাগ তৈরি করলাম। নাম রাখলাম ‘জয় বাংলা ভৈরব’। এই রাগে আমি বাংলা খেয়াল বন্দিশ ও আধুনিক বাংলা গান বানাব।” ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় সুমন বলেন, “এই নতুন রাগের উপর বাংলা খেয়াল যেমন গাইব, ঠিক তেমনই এই সময়ের উপযুক্ত বাংলা গানও বানাব আর গাইব। জয় বাংলা। বাংলা জিতবেই আর বিরোধীরা হারবেই।”

প্রসঙ্গত উল্লেখ্য, সামনেই বিধানসভা নির্বাচন। আর এবারের নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে বাঙালি-অবাঙালি তত্ত্ব। একদিকে তৃণমূল নিশানা করে বলছে, বিজেপি বহিরাগত। বাংলার কৃষ্টি, সংস্কৃতির সঙ্গে তাঁদের কোনও পরিচয়ই নেই। তাই এই রকমের একটা দলকে মানুষের মানুষ কিছুতেই বরদাস্ত করবেন না। অন্যদিকে বিজেপির দাবি, বাংলার ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যেতে ও সোনার বাংলা তৈরি করার জন্য বাংলার মানুষ তাঁদের পাশে থাকবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kabir Suman, #Song

আরো দেখুন