দেশ বিভাগে ফিরে যান

বিধানসভার ফল ঘোষণার পর ৫ মে শুরু আইসিএসই, আইএসসি

March 2, 2021 | < 1 min read

৫ মে থেকে শুরু হচ্ছে সিআইএসসিই (CISCE) পরিচালিত আইসিএসই (ICSE)(দশম) এবং আইএসসি (ISC) (দ্বাদশ) লিখিত পরীক্ষা।

তবে তার আগে, ৮ এপ্রিল দ্বাদশের কম্পিউটার সায়েন্স এবং ৯ এপ্রিল হোম সায়েন্সের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। দশমের ক্ষেত্রে লিখিত পরীক্ষা শুরু হচ্ছে ইংরেজির প্রথম পত্র দিয়ে। দ্বাদশের প্রথম লিখিত পরীক্ষা বিজনেস স্টাডিজ। প্র্যাকটিক্যাল (সকাল ৯টা) এবং আর্ট পেপারগুলি (সকাল ৯টা) ছাড়া বাকি সব পরীক্ষাই দুপুর ২টো থেকে শুরু হবে।

দশমের ক্ষেত্রে শনিবার (সকাল ৯টা) ছাড়া বাকি দিন পরীক্ষা শুরু হবে ১১টা থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#CISCE, #ICSC, #Isc

আরো দেখুন