টিকাকরণ শুরুর সঙ্গে সঙ্গেই বিভ্রাট কো-উইনে
১৬ জানুয়ারি শুরু হয়েছিল টিকাকরণের (Covid Vaccination) প্রথম পর্ব। আর ১ মার্চ গণটিকাকরণের। দুই ক্ষেত্রেই প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকারের কো-উইন অ্যাপ (CO Win App)। সোমবার দেশে গণটিকাকরণের প্রথম দিন ফের এই অ্যাপ বিভ্রাটের জেরে চূড়ান্ত নাজেহাল হতে হল বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যকর্তা ও ফিল্ডওয়ার্কারদের। নাকাল হলেন অ্যাপে নাম নথিভুক্ত করে টিকা নিতে আসা ষাটোর্ধ্ব প্রবীণ ও ৪৫ থেকে ৫৯ বছরের কো-মরবিড দেশবাসী। দীর্ঘ ভোগান্তির পর হাতেকলমে নাম নথিভুক্ত করে তাঁদের টিকা নিতে হয়। তুমুল সমালোচনার মুখে স্বাস্থ্যমন্ত্রক জানায়, সাধারণ মানুষ টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করতে কো-উইন অ্যাপ ব্যবহার করবেন না। ব্যবহার করবেন কো-উইন ওয়েবসাইট বা পোর্টাল। অ্যাপ হয়েছে প্রশাসকদের জন্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন যদিও দাবি করেন, কো-উইন অ্যাপ নিয়ে কোনও সমস্যা হয়নি। পাশাপাশি এও জানান, এক সপ্তাহে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া অ্যাপ অনেকেই ব্যবহার করতে জানেন না। সমর্থ মানুষজন হাসপাতালে এসে টিকা নিয়ে যান।
এদিন কলকাতার ২৫টি সহ রাজ্যের ১২৬ কেন্দ্রে টিকা নেওয়ার ব্যবস্থা করে রাজ্য স্বাস্থ্যদপ্তর। অ্যাপ বিভ্রাটের জন্য বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনায় শুরু থেকেই টিকাকরণে ব্যাপক সমস্যা হয়। এই সমস্যা ছড়িয়ে পড়ে অন্য জেলাতেও। শেষমেশ স্বাস্থ্যভবনের শীর্ষকর্তারা জেলা প্রশাসনের পদস্থ কর্তাদের জানান, অ্যাপ কাজ না করলে আপনারা ম্যানুয়ালি নাম নথিভুক্ত করুন। পরে আপলোড করে দেবেন।
কো-উইন অ্যাপ কাজ না করায় এদিন কলকাতা পুরসভা এই অ্যাপে কোনও নাম নথিভুক্তই করতে পারেনি। কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত রায়চৌধুরী বলেন, ‘অ্যাপ কাজ করেনি। তাই এদিন কলকাতা পুরসভার কেন্দ্রগুলিতে ভ্যাকসিন দেওয়া বন্ধ রাখতে হয়েছে। মঙ্গলবারও যদি একই পরিস্থিতি থাকে, অফলাইনে নাম নথিভুক্ত করে টিকা দেওয়া শুরু হবে।’ শহরের একটি বেসরকারি হাসপাতাল গোষ্ঠীও তাদের বিবৃতিতে জানিয়েছে, অ্যাপে নাম নথিভুক্ত করার পরও প্রযুক্তি বিভ্রাটের জন্য বহু মানুষকে হাতেকলমে নাম নথিভুক্ত করে টিকা দিতে হয়েছে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী জানিয়েছেন, ‘কো-উইন পোর্টালের জন্য প্রথম দিন টিকাকরণে ব্যাপক সমস্যা হয়েছে। এদিন মোট ১৭ হাজার ৭৯ জন টিকা পেয়েছেন।’