অপমানিত শুভেন্দু? রাজ্য বিজেপির সঙ্গে বাড়ছে দূরত্ব? জোর জল্পনা
জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে আচমকাই ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপিতে যোগদানের পরপরই শুভেন্দু অধিকারীকে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিয়ে, জুট কর্পোরেশনের (JUTE CORPORATION OF INDIA) চেয়ারম্যান করেছিল কেন্দ্র। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের প্রস্তাবিত এই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করে গত ৪ জানুয়ারি শুভেন্দুর নিয়োগে সম্মতি দেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কমিটি।
জানা যাচ্ছে অস্থায়ী বা পার্ট টাইম চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয় শুভেন্দুকে। নিয়োগপত্র অনুযায়ী তাঁর মেয়াদ ছিল তিন বছর। এই পদই এবার ছেড়ে দিলেন শুভেন্দু।
কী কারণে এই সিদ্ধান্ত তা এখনও জানা যায়নি। তবে নেটদুনিয়া অনুমান করেছে যে শুভেন্দুর মাপের একজন নেতা কে অস্থায়ী বা পার্ট টাইম চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা তাকে অপমান করার সামিল।
দলের তরফে কৈলাস বিজয়বর্গীয়র (Kailash Vijayvargiya0 দাবি ‘নির্বাচন নিয়ে ব্যস্ততা বাড়ছে, সেই কারণেই শুভেন্দু ইস্তফা দিয়েছেন।