তৃণমূলে যোগ টলি তারকা, শিক্ষাবিদের। জেনে নিন কারা যোগ দিলেন আজকে

বুধবার তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে যোগ দিলেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও নর্থ সিটি কলেজের অধ্যক্ষ এবং শিক্ষাবিদ সন্দীপ কুমার পাল।

বুধবার তৃণমূল ভবনে (Trinamool Bhavan) গিয়ে জোড়াফুল পতাকা হাতে তুলে নেন সায়ন্তিকা (Sayantika) ও সন্দীপ কুমার পাল। তাঁকে দলে স্বাগত জানান সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসু। সেখানে অভিনেত্রী বলেন, ‘‘খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না। শিখে নেব। আমাদের দিদিকে ধন্যবাদ। মানুষের পাশে থেকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য। যে দায়িত্ব দেওয়া হবে, আমি যেন ভাল ভাবে পালন করতে পারি। তাঁর আস্থার মর্যাদা যেন রাখতে পারি। গত ১০ বছর দিদির পাশেই ছিলাম। আগামী দিনেও মানুষের সেবা করব।’’
রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে সায়ন্তিকা বলেন, ‘‘এখন বাংলার মানুষের নিজের ইচ্ছে প্রকাশ করার সঠিক সময় এসেছে। সকলের কাছে আমার আবেদন, এগিয়ে এসে দিদির পাশে দাঁড়ান। বাংলা কিন্তু নিজের মেয়েকেই চায়।’’

এছাড়াও আজ বিকেলে পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন সাঁওতালি অভিনেত্রী এবং ফিল্মফেয়ার পুরস্কার প্রাপক বিরবাহা হাঁসদা।