রাজ্য বিভাগে ফিরে যান

তৃণমূলে যোগ দিলেন অদিতি মুন্সী

March 4, 2021 | < 1 min read

ভোটের আগে সক্রিয় রাজনীতিতে তারকা এবং বিশিষ্টদের যোগদানের পালা অব্যাহত। এবার সেই তালিকায় নাম লেখালেন সংগীতশিল্পী অদিতি মুন্সি (Aditi Munshi)। আজ অর্থাৎ বৃহস্পতিবারই তৃণমূল ভবনে গিয়ে শাসকদলের পতাকা হাতে তুলে নিলেন তিনি। 

“তোমরা কুঞ্জ সাজাও গো”, “হৃদমাঝারে রাখব”র মতো কীর্তন গান অদিতি মুন্সির কণ্ঠে শুনতে ভালবাসেন শ্রোতারা।  টেলিভিশনের পর্দা থেকে অনুষ্ঠানের মঞ্চ, সর্বত্র কীর্তনের সুরে দর্শকদের মন জয় করেছেন অদিতি।  এর আগে রাজ্য সরকারের একাধিক অনুষ্ঠানে গান গেয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আদর্শে অনুপ্রাণিত হয়েই রাজ্যের মানুষের জন্য কাজ করতে চান বলেই তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানান সংগীতশিল্পী।

বৃহস্পতিবারই শশী পাঁজার নেতৃত্বে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন টেলিভিশন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ঊষা চৌধুরী।  শাসক শিবিরে যোগ দেন ভোজপুরী অভিনেতা-পরিচালক ধীরজ পণ্ডিতও।

বুধবারই ঘাসফুল শিবিরে যোগ দেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। “এতদিন ধরে দিদির সঙ্গে ছিলাম, আজকে থেকে দিদির পাশে থেকে এই লড়াইটা লড়ব। মানুষের সেবা করব।বাংলা কিন্তু বাংলার মেয়েকে চায়।বাংলা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে  চায়।”  যোগদানের মঞ্চে বলেন টলিপাড়ার নায়িকা। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #Aditi Munshi, #Mamata Banerjee

আরো দেখুন