রাজ্য বিভাগে ফিরে যান

মাথাভাঙায় বিধায়কের গাড়ি ভাঙচুর, অভিযুক্ত বিজেপি

March 4, 2021 | 2 min read

বুধবার মাথাভাঙা-১ ব্লকের গেন্দুগুড়ি প্রাইমারি স্কুলের মাঠে তৃণমূলের কর্মিসভায় বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠল। সভায় বিধায়ক হিতেন বর্মন ছিলেন। তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এ ঘটনাকে ঘিরে নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

হিতেন বর্মনের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করতে করতে স্কুলের মাঠে ঢুকে পড়ে। তাদের প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র সহ অগ্নেয়াস্ত্র ছিল। এদিকে ওই ঘটনার পর তৃণমূল কর্মীদের নিয়ে হিতেনবাবু পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা তাঁর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং দলীয় কর্মীদের বেশকিছু সাইকেল ভেঙে গুঁড়িয়ে দেয়। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে ওই ঘটনা হয়েছে। বিজেপির নামে বদনাম করতেই এখন এমন অভিযোগ সামনে আনা হয়েছে। ওই ঘটনার পরই মাথাভাঙা থানার আইসি সহ এসডিপিও ও অন্যান্য পুলিস আধিকারিকরা চলে আসেন। এলাকায় বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়।

হিতেনবাবু বলেন, এদিন সভা শুরুর কিছুক্ষণ পর বাইরে থেকে বেশকিছু লোক পাথর ছুড়তে থাকে। তারপরও আমরা সভার কাজ চালাচ্ছিলাম। পরে স্কুলের মাঠে অগ্নেয়াস্ত্র সহ বোমা-বন্দুক নিয়ে ঢুকে পড়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আমি পাশের একটি বাড়িতে চলে যাই। সভাস্থলে পুলিসও ছিল। কিন্তু হামলাকারীরা সংখ্যায় বেশি থাকায় পুলিস কর্মীরাও নিরাপদ দূরত্বে সরে যান। পরে দুষ্কৃতীরা আমার গাড়ি ভাঙচুর করে। বেশ কিছুদিন ধরে নয়ারহাটে বিজেপির বাধায় আমরা সভা করতে পারছিলাম না। এদিনই প্রথম নয়ারহাটে সভা করি। কিন্তু বিজেপির লোকজন হামলা চালাল। পুলিসকে মৌখিকভাবে জানিয়েছি। তবে লিখিত অভিযোগ জানানো হবে। বিজেপির নয়ারহাট মণ্ডল সভাপতি লক্ষ্মীকান্ত বর্মন বলেন, গেন্দুগুড়িতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে ঝামেলা হয়েছে। আমাদের কেউ ওই জায়গায় হামলা চালাতে যায়নি। নিজেদের গোষ্ঠী কোন্দল ঢাকতেই আমাদের নামে বদনাম করা হচ্ছে।

কোচবিহারের পুলিস সুপার কে কান্নন বলেন, নয়ারহাটে বিধায়কের গাড়ি ভাঙচুর হয়েছে। এসডিপিও ঘটনাস্থলে যান। তবে রিপোর্ট এসেছে এলাকার পরিস্থিতি স্বাভাবিক।

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের পর নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনও মিটিং, মিছিল করতে পারছিল না তৃণমূল (Trinamool)। অভিযোগ, বিজেপির বাধায় দীর্ঘসময় গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে পারেননি তৃণমূলের প্রধান। বারবার তৃণমূলের মিছিল নয়ারহাটে গেলে প্রতিবারই বিজেপির লোকজনের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এনিয়ে বেশ কয়েকবার উভয়পক্ষের সংঘর্ষও হয়েছে। এদিন নয়ারহাটের ৫২ নম্বর বুথে দলীয় কর্মীদের নিয়ে সভা করছিলেন শীতলকুচির বিধায়ক হিতেন বর্মন (Hiten Barman)।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Trinamool Congress, #Mathabhanga, #Hiten Barman

আরো দেখুন