দেশ বিভাগে ফিরে যান

দিনে দুপুরে ডাকাতি! পাঁচগুণ বাড়ল প্ল্যাটফর্ম টিকিটের দাম

March 4, 2021 | 2 min read

সম্প্রতি স্বল্প দূরত্বের দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধি করেছে ভারতীয় রেল। বেশি ভাড়া দিয়েই সফর করতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ। এবার মূল্যবৃদ্ধির ধাক্কা প্ল্যাটফর্ম টিকিটে (Platform Ticket)। একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম এক ধাক্কায় ৫০০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। গত ১লা মার্চ থেকে বর্ধিত হারে সংশ্লিষ্ট স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম টিকিটের দাম নেওয়া শুরু হয়েছে। সরকারি সূত্রকে উদ্ধৃত করে এমনই জানিয়েছে এক সর্বভারতীয় সংবাদসংস্থা।

কোভিড সংক্রমণের জেরে ২০২০ সালের ২২শে মার্চ থেকে দেশজুড়ে দূরপাল্লার সাধারণ যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ। এখন কিছু ‘স্পেশ্যাল’ চালু হলেও নিয়মিত দূরপাল্লার রেল পরিষেবা বন্ধ আছে। স্পেশ্যাল ট্রেনে ১০ থেকে ২০ শতাংশ বেশি ভাড়া নেওয়ার ক্ষমতা রেলের হাতে দেওয়া আছে। সেই ক্ষমতা ব্যবহার করে ২০২১ সালে শুরু দিকে নিঃশব্দে ভাড়া বাড়ানো হয়। বর্তমান কোভিড পরিস্থিতিতে অপ্রয়োজনে যাত্রীদের স্বল্প দূরত্বের ট্রেন সফরে নিরুৎসাহিত করতে বর্ধিত ভাড়া নেওয়া হচ্ছে বলে সাফাই দেওয়া হয়েছিল রেলের তরফে। ওই একই যুক্তিতেই বহু স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম এক ধাক্কায় ৫ গুণ বৃদ্ধি করা হল।

মধ্য রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, এবার থেকে মুম্বই মহানগর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে ৫০ টাকা দিয়ে প্ল্যাটফর্ম টিকিট কিনতে হবে সাধারণ মানুষকে। বর্তমানে এর দাম ছিল ১০ টাকা। যে সমস্ত স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া বাড়তে চলেছে তার মধ্যে আছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, দাদর এবং লোকমান্য তিলক টার্মিনাস এবং পার্শ্ববর্তী থানে, কল্যাণ, পনভেল এবং ভিওয়ান্ডি রোড স্টেশন। এমনই জানিয়েছেন মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবাজি সুতার। আগামী ১লা মার্চ থেকে ১৫ই জুন পর্যন্ত বর্ধিত দর কার্যকর থাকবে বলে জানিয়েছেন তিনি।

প্ল্যাটফর্ম টিকিটের দাম কেন বৃদ্ধি করা হল? এক্ষেত্রে তাঁর যুক্তি, ‘শহরে ফের কোভিড সংক্রমণের (Covid 19) ঘটনা বাড়ছে। গরমের ছুটির সময়ে যাত্রীদের চাপ বেশি থাকে। তাই স্টেশনগুলিতে অহেতুক ভিড় নিয়ন্ত্রণের জন্য প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধি করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mumbai, #Platform Ticket

আরো দেখুন