রাজ্য বিভাগে ফিরে যান

দিদির পাশে আছি, জানাল শিবসেনা

March 4, 2021 | < 1 min read

শিবসেনা বাংলায় নির্বাচনে লড়বে কি না এ নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল। কিছুদিন আগেই আরজেডির তেজস্বী যাদব এসে ঘোষণা করে গেছেন ৪ টি আসনে লড়তে চায় তাঁর দল। যদিও তা তৃণমূলের শরিক হয়েই। ঠিক একই ভাবে শিবসেনা (Shiv Sena) আদেও বাংলায় প্রার্থী দিচ্ছে কিনা তারও অপেক্ষায় ছিল রাজনৈতিক মহল।

এবার সেই অপেক্ষার অবসান ঘটালেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)। একটি টুইট করে তিনি জানিয়েছেন শিবসেনার সিদ্ধান্তের কথা।

তিনি লিখেছেন, উদ্ধব ঠাকরের সাথে তাঁর এ বিষয়ে কথা হয়েছে। এটা তাঁরা বুঝেছেন বাংলা নির্বাচনে সব শক্তি একদিকে আর তার বিরুদ্ধে একা লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টাকা, মাসল পাওয়ার, মিডিয়া সব কিছুর বিরুদ্ধে একা লড়ছেন ‘দিদি’। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইয়ের সাথে সংহতি জানিয়ে শিবসেনা সিদ্ধান্ত নিয়েছে বাংলায় কোন প্রার্থী দেবে না। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে।

অখিলেশ, তেজস্বী, অরবিন্দের পর এবার শিব সেনা পাশে দাঁড়ালো মমতার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #trinamool, #Shiv Sena

আরো দেখুন