রাজ্য বিভাগে ফিরে যান

খেলা হবে! নতুন গানে ফের বিজেপিকে বিঁধলেন মদন মিত্র

March 4, 2021 | < 1 min read

একুশের ভোটের আগে দলবদল আর তারকাদের সমাবেশে সরগরম বঙ্গ রাজনীতি। মিটিং মিছিল থেকে প্রচার, দেওয়াল লিখল- কোনও দলই কাউকে এক ইঞ্চি জমি ছাড়ছে না। আরও একধাপ এগিয়ে আবার বিরোধী শিবিরকে বিঁধতে আস্ত একটি গানই গেয়ে ফেলেছিলেন মদন মিত্র। তৃণমূল নেতার ‘ও লাভলি’ গানটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর ফের নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে ধরা দিলেন মদন মিত্র (Madan Mitra)। এবার তাঁর গলায় শোনা গেল ‘খেলা হবে।’

নির্বাচনী আবহে সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাকটিভ মদন মিত্র। বিভিন্ন জনসভায় গিয়ে প্রচার করতে দেখা যাচ্ছে তৃণমূল নেতাকে। তবে জনসংযোগের মাধ্যম হিসেবে এবার তিনি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেতে নয়া পন্থা অবলম্বন করেছেন। গানের সুরে বিরোধীদের আক্রমণ শানিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা ছড়িয়ে দিচ্ছেন। ‘ও লাভলি’ গানে নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ, শুভেন্দু অধিকারী থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়, কাউকেই কটাক্ষ করতে ছাড়েননি। কুমড়োর ঘ্যাঁটের সঙ্গেও তাঁদের তুলনা টেনেছিলেন। এবার ‘খেলা হবে’ গেয়ে আরও জমিয়ে তুললেন রাজনৈতিক লড়াই।

আসন্ন বিধানসভা ভোটের নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় স্লোগান ‘খেলা হবে’। আর তাকেই হাতিয়ার করে গান বেঁধেছেন মদন মিত্র। বুধবার বিজয়গড়ের একটি স্টুডিওতে গানের রেকর্ড সারেন তিনি। তারপর কমেন্ট্রির ভঙ্গিতে বলেন, ‘হুইসল বেজে গিয়েছে। খেলা শুরু হয়ে গিয়েছে। এবারে খেলা হবে চটি শাড়ির, হার হবে চোরের সাদা দাড়ির।’

ফের কেন গানে গানে প্রচারের ভাবনা? মদন মিত্রের কথায়, “আমি গায়কও নই, নায়কও নই। কিছু মানুষ ভোটের আগে গান, কবিতা ইত্যাদি নিয়ে মেতে উঠেছে। আমাকে একটি গ্রুপ অনুরোধ করেছিল এই গান গাওয়ার জন্য। এই গানের আসল কথা, দিদি আমাদের গোলকিপার, অপনেন্টের হবেই হার। খেলা হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Assembly Elections 2021, #Madan Mitra, #WB Assembly Polls 2021

আরো দেখুন