রাজ্য বিভাগে ফিরে যান

তালিকায় চমক মমতার, তৃণমূলের ২৬% প্রার্থীই মহিলা

March 5, 2021 | 2 min read

তৃণমূলের প্রার্থী (TMC Candidate List) তালিকা প্রকাশ হল। দফায় দফায় নয়, ২৯৩টি কেন্দ্রের নাম একেবারেই ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় হবে। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে (Assembly Constituecncy) তিনিই প্রার্থী, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই ঘোষণা করে দিয়েছেন। তাই আজ একবারে ২৯১ জন প্রার্থীর নামের তালিকা ঘোষণা করলেন তিনি।

প্রতিবারই তৃণমূলের প্রার্থী তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় চমক রাখেন। এবারও সেই চমক থাকছে। এবারও ক্রীড়া ও সংস্কৃতি জগতের এক ঝাঁক তারকা তৃণমূলের প্রার্থী হতে চলেছেন। প্রাক্তন আমলারাও আছেন এই তালিকায়। এবারের প্রার্থী তালিকায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে ৮০ বছর বা তার বেশি যেসব বিধায়কের বয়স তাঁদের আর এবার প্রার্থী করা হচ্ছে না। মহিলা প্রার্থীর সংখ্যা এবারও উল্লেখযোগ্যভাবেই থাকছে তালিকায়।

মহিলা সংরক্ষণ নিয়ে ইতিমধ্যেই বহুবার সংসদে সরব হয়েছে তৃণমূল। দলের তরফে বারবার স্মরণ করানো হয় যে লোকসভায় তৃণমূলের মহিলা সাংসদের সংখ্যা ৪১% এবং রাজ্যসভায় ৩১%। সেই ধারা বিধানসভাতেও বজায় রেখে ২৯৪ এর মধ্যে ৫০ জন মহিলা প্রার্থী ঘোষণা করেছেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় বাদে তৃণমূলের অন্যান্য উল্লেখযোগ্য মহিলা প্রার্থীরা হলেন:

১৫ ধুপগুড়ি – মিতালি রায়

৩৭ কুশমান্ডি- রেখা রায়

৪০ তপন – কল্পনা কিস্কু

৪৩ হাবিবপুর- সরলা মন্ডল

৪৪ গাজোল- বাসন্তী বর্মন

৪৯ মানিকচক- সাবিত্রী মিত্র

৫২ মোথাবাড়ি- সাবিনা ইয়াসমিন

৬৪ মুর্শিদাবাদ- সাওনি সিংহ রায়

৭৪ নওদা – শাহিনা মমতাজ বেগম

৮৩ কৃষ্ণনগর উত্তর – কৌশানি মুখার্জী

৯০ রানাঘাট দক্ষিণ – বর্ণালী দে

৯৩ হরিণঘাটা – নীলিমা নাগ (মল্লিক)

৯৬ বনগাঁ দক্ষিণ – আলো রানী সরকার

৯৮ স্বরূপনগর – বীণা মণ্ডল

১০৭ নোয়াপাড়া – মঞ্জু বসু

১১৭ রাজারহাট গোপালপুর – অদিতি মুন্সি

১২০ দেগঙ্গা – রহিমা মণ্ডল

১২২ মিনাখান – উষা রানী মন্ডল

১৪৭ সোনারপুর দক্ষিণ – লাভলি মৈত্র

১৫১ সোনারপুর উত্তর – ফিরদউসি বেগম

১৫৩ বেহালা পূর্ব – রত্না চ্যাটার্জী

১৬২ চৌরঙ্গি – নয়না বন্দ্যোপাধ্যায়

১৬৬ শ্যামপুকুর- ড: শশী পাঁজা

১৭৩ হাওড়া দক্ষিণ- নন্দিতা চৌধুরী

১৭৪ সাঁকরাইল – প্রিয়া পাল

১৯২ পান্ডুয়া – ডঃ রত্না দে নাগ

১৯৪ চণ্ডীতলা – স্বাতী খন্দকার

১৯৬ হরিপাল – করবী মান্না

১৯৭ ধনেখালি -অসিমা পাত্র

২০০ আরামবাগ – সুজাতা মণ্ডল খাঁ

২০৫ পাঁশকুড়া পশ্চিম – ফিরোজা বিবি

২১০ নন্দীগ্রাম – মমতা বন্দ্যোপাধ্যায়

২২২ ঝাড়গ্রাম – বিরবাহা হাঁসদা

২৩০ দাসপুর – মমতা ভুঁইয়া

২৩৫ কেশপুর – শিউলি সাহা

২৩৬ মেদিনীপুর – জুন মালিয়া

২৪৩ মানবাজার – সন্ধারানি টুডু

২৪৯ রানিবাঁধ – জ্যোৎস্না মান্ডি

২৫২ বাঁকুড়া – সায়ন্তিকা ব্যানার্জী

২৫৫ বিষ্ণুপুর – অর্চিতা বিড

২৫৬ কোতুলপুর – সঙ্গীতা মালিক

২৫৭ ইন্দাস – রুনু মেটে

২৬১ রায়না – শম্পা ধারা

২৮০ আসানসোল দক্ষিণ – সায়নী ঘোষ

২৮৪ দুবরাজপুর -অসীমা ধীবর

উল্লেখ্য, একুশের ভোটে তৃণমূলের স্লোগান ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। তাই, _ শতাংশ মহিলা প্রার্থী ঘোষণা করে এই স্লোগানটি আরও চরিতার্থ করলেন মমতা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #West Bengal Assembly Elections 2021

আরো দেখুন