রাজ্য বিভাগে ফিরে যান

তারকাখচিত প্রার্থী তালিকা মমতার

March 5, 2021 | 2 min read

তৃণমূলের প্রার্থী (TMC Candidate List) তালিকা প্রকাশ হল। দফায় দফায় নয়, ২৯৩টি কেন্দ্রের নাম একেবারেই ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় হবে। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে (Assembly Constituecncy) তিনিই প্রার্থী, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই ঘোষণা করে দিয়েছেন। তাই আজ একবারে ২৯৩ জন প্রার্থীর নামের তালিকা ঘোষণা করলেন তিনি।

প্রতিবারই তৃণমূলের প্রার্থী তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় চমক রাখেন। এবারও সেই চমক থাকছে। এবারও ক্রীড়া ও সংস্কৃতি জগতের এক ঝাঁক তারকা তৃণমূলের প্রার্থী হতে চলেছেন। প্রাক্তন আমলারাও আছেন এই তালিকায়। এবারের প্রার্থী তালিকায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে ৮০ বছর বা তার বেশি যেসব বিধায়কের বয়স তাঁদের আর এবার প্রার্থী করা হচ্ছে না। মহিলা প্রার্থীর সংখ্যা এবারও উল্লেখযোগ্যভাবেই থাকছে তালিকায়।

তৃণমূলের তালিকায় উল্লেখযোগ্য তারকাদের নাম ও কেন্দ্র এক নজরে:

ব্যারাকপুর থেকে প্রার্থী করা হল পরিচালক রাজ চক্রবর্তীকে (Raj Chakraborty)। বাঁকুড়া আসনটি দেওয়া হল অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। কীর্তন শিল্পী অদিতি মুন্সিকে দেওয়া হল রাজারহাট-গোপালপুর কেন্দ্র। সায়নী ঘোষ পেলেন আসানসোল দক্ষিণ।

১) সোহম চক্রবর্তী- চন্ডীপুর
২) সায়নী ঘোষ- আসানসোল দক্ষিণ
৩) অদিতি মুন্সি – রাজারহাট গোপালপুর
৪) কাঞ্চন মল্লিক- উত্তরপাড়া
৫) সায়ন্তিকা ব্যানার্জি – বাঁকুড়া
৬) জুন মালিয়া- মেদিনীপুর শহর
৭) রাজ চক্রবর্তী – ব্যারাকপুর
৮) বীরবাহা হাঁসদা- ঝাড়্গ্রাম
৯) কৌশানী মুখার্জি – কৃষ্ণনগর উত্তর
১০) লাভলী মৈত্র- সোনারপুর দক্ষিণ

তাছাড়া, চিরঞ্জিত চক্রবর্তী লড়াই করবেন উত্তর ২৪ পরগণার বারাসাত থেকে। অন্যদিকে, ফুটবলার বিদেশ বোস উলুবেড়িয়া পূর্ব থেকে লড়াই করবেন। ক্রিকেটার মনোজ তেওয়ারি, লড়াই করবেন হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #celebrities, #tmc, #West Bengal Election 2021

আরো দেখুন