‘হারের হ্যাটট্রিক হবে, আমার প্রার্থী না–হওয়া নিয়ে কথা বলা মানায় না’, শতরূপকে কটাক্ষ দেবাংশুর
জল্পনা ছিল এবারের ভোটের টিকিট পাচ্ছেন। সুবক্তা, বয়স কম, পরিশ্রমী, যুবদের মধ্যে জনপ্রিয় মুখ দেবাংশু ভট্টাচার্য। গতকাল সাংবাদিক বৈঠকের পর জানা যায়, যে তিনি টিকিট পাননি। তারপর থেকেই নেটদুনিয়ায় তাঁকে নিয়ে শুরু হয়ে গিয়েছিল মিম, ব্যঙ্গ, বিদ্রুপ। তার বানানো একটি গান ‘খেলা হবে’ ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে গোটা নেটদুনিয়ায়। কিন্তু সেই খেলায় তিনি না থাকায় মনমরা তার অনুগামীরা। প্রার্থী পদ না মেলায় তাঁর পরিচিত মহলও কার্যত হতাশ। কিন্তু বিন্দুমাত্র হতাশ নন দেবাংশু ভট্টাচার্য। তিনি আজও প্রচারের ময়দানেই ছিলেন।
দেবাংশু বলেন, ‘আমাকে দল কখনই কথা দেয়নি। আমি সৎভাবে রাজনীতি করতে চাই। যুব সমাজের কাছে একটা নিদর্শন রেখে যেতে চাই যে সবাই টাকা–পয়সার লোভে রাজনীতিতে আসে না।’ দেবাংশুর বক্তব্য, ‘দেখে খুব ভাল লাগছে বিরোধীরা এই নিয়ে তোলপাড় শুরু করে দিয়েছে। জাতীয় স্তরের সংবাদমাধ্যমও যারা মোদি–অমিত শাহ ছাড়া কথাই বলেন না, তারা আমাকে নিয়ে এতক্ষণ ধরে খবর করেছেন, তাতে আমি গর্বিত।’ তিনি আরও বলেন, ‘আমাকে নিয়ে সিপিএমের শতরূপ ঘোষও ফেসবুকে লিখেছেন। উনি বারবার ভোটে দাঁড়িয়ে হেরে যান, এবার হ্যাটট্রিক হবে। ওঁনার মুখে আমার রাজনৈতিক ভবিষ্যতের কথা মানায় না।’ দেবাংশু সাফ জানান, এর ফলে তাঁর জেদ আরও বাড়ল। তিনি আরও তীব্রভাবে ময়দানে নামবেন তাঁর দলনেত্রীকে জেতাতে। বলা ভাল তৃতীয়বারের জন্যে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করাতে, যা তিনি কথা দিয়েছিলেন তাঁর সুপ্রিমোকে।