আবার হেয় করা হল বাংলাকে, দিল্লি থেকেই ২-দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি
দিল্লি(Delhi) থেকে আজ প্রথম এবং দ্বিতীয় দফার ভোটের প্রার্থী ঘোষণা করল বিজেপি(BJP)। বাংলার প্রার্থী বাংলা থেকে ঘোষণা না করে করা হল দিল্লি থেকে। সেই বিষয়টিকে যদি স্বাভাবিক ধরেও নেওয়া যায়, তাহলেও আরো একটি বিষয় আছে যা ভাবাচ্ছে বাঙালিকে। এবং তা হল প্রার্থী তালিকা। প্রার্থী তালিকায় যে দুটি ভাষার ব্যবহার হয়েছে তার একটিও বাংলা নয়। হিন্দি এবং ইংরেজি। এছাড়াও কেন্দ্রের নামের বানানও ভুল। বাংলার প্রার্থী তালিকায় বাংলা ভাষাই জায়গা পেল না। বিরোধীরা যে বার বার বিজেপির বিরুদ্ধ হিন্দি আগ্রাসনের অভিযোগ তুলেছে তা আরো একবার প্রমাণিত হয়ে গেল।
আজ এই প্রার্থী ঘোষণার মধ্যেও ধরা পড়লো বাংলায় বিজেপির শক্তির অভাবের নমুনা। তারপর একাধিক বিধানসভা কেন্দ্রের নাম এবং প্রার্থীর নাম ভুল বলতে বা বিকৃতভাবে বলতে শোনা গেলো ঘোষককে। তার মধ্যে বিজেপি প্রার্থী ঘোষণা করলো হিন্দিতে, বাংলায় নয়।
আরো একটি মজার বিষয় হল ভোটে টিকিট পেলেন না অনেক পুরনো সদস্যই। তাঁর বদলে ভরে ভরে টিকিট দেওয়া হল দলবদলুদের। যারা তৃণমূল এবং অন্যান্য দল ছেড়ে গেছেন। খুব স্পষ্ট করে বললে শুভেন্দু অনুগামীদের। অর্থাৎ পক্ষান্তরে উপেক্ষা করা হল বিজেপির পুরোনো নেতাদের। স্বাভাবিকভাবেই এনিয়ে দলের মধ্যে ক্ষোভ তুঙ্গে। সম্ভবত সেই অস্বস্তির আগাম আভাস পেয়ে তাকে এড়াতেই দিল্লি থেকে প্রার্থী তালিকা প্রকাশের এই সিদ্ধান্ত।
উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন। ময়না ও হলদিয়া থেকে লড়বেন সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা ও তাপসী মন্ডল।
রাজনৈতিক মহলের গুঞ্জন, এরকম বহিরাগতের মতো আচরণ করে বিজেপি নেতৃত্ব যেন কার্যত প্রমান করে দিলো যে তারা ক্ষমতায় এলে দিল্লি থেকে রিমোট কন্ট্রোল দিয়ে বাংলা পরিচালনা করবে।