তথ্য যাচাই বিভাগে ফিরে যান

অন্য দলের ব্রিগেডের ছবিকে নিজের বলে চালাল বিজেপি

March 8, 2021 | < 1 min read

ভোটের আগে গতকালই অর্থাৎ ৭ মার্চ ব্রিগেড মাঠে জনসভা করে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর জনসভা স্বাভাবিক ভাবেই লোকও এসেছিল দূর দূরান্ত থেকে। সোশ্যাল মিডিয়া ছেয়ে গেল জনসভায় জনসমাগমের ছবিতে। বিজেপির (BJP) নেতা থেকে কর্মী সবাই পোস্ট করল সেই সব ছবি। কিন্তু পরবর্তীতে জানা গেল অন্য রাজনৈতিক দলের ব্রিগেডের (Brigade) ছবি এডিট করে নিজের বলে চালিয়েছে বিজেপি।

একটি ছবি কালই বিজেপি নেতা তিজেন্দ্র বাগ্গা এবং এসজি সুরিয়া শেয়ার করেছেন। মজার বিষয় হল ওই একই ছবি কিছুদিন আগে বাম-কং-আইএসএফ মহা মোর্চার ব্রিগেড সভা বলে শেয়ার করেছেন কংগ্রেস কর্মীরা। আসলে সেই ছবিটি মোটেই এবছরের নয়। ছবিটি আদতে ২০১৯- এর বাম ব্রিগেডের।

বিজেপির ও পি মিশ্র আরো একটি ছবি বিজেপির গতকালের ব্রিগেড বলে পোস্ট করেন। সেই ছবিটিও আদতে বামফ্রন্টের ২০১৪ সালের ব্রিগেডের। সেই ছবিটিকে আবছা করে দেওয়া হয়েছে। যাতে লাল পতাকাকে কমলা বলে মানুষ ভুল করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Brigade Rally Of Kolkata, #Narendra Modi

আরো দেখুন