রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপি শাসিত রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়: মমতা

March 8, 2021 | < 1 min read

আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) উপলক্ষে আজ কলকাতায় পদযাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তিনি। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে মমতার সাথে পা মেলান দলের মহিলা নেতৃবৃন্দ। মহিলাদের অসম্মান মানব না, ডোরিনা ক্রসিং-এর সভায় এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল প্রধানমন্ত্রী ব্রিগেড (Brigade) থেকে রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন। এবিষয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘মেয়েরাই দেশ গড়েছে, বিশ্ব গড়েছে। প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করি। কিন্তু প্রধানমন্ত্রী এত মিথ্যে বলেন, সেটা আজব বিষয়।’ তৃণমূলনেত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী বলছেন, বাংলার মেয়েরা সুরক্ষিত নয়। বাংলায় মেয়েরা দিন-রাত সবসময় সুরক্ষিত।’

মমতার পাল্টা দাবি, বিজেপি-শাসিত রাজ্যগুলিতেই মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার সবচেয়ে বেশি। তিনি এদিন বলেন, ‘মোদি-শাহর রাজ্য গুজরাটে অপরাধ সবথেকে বেশি। ‘ধর্ষণে শীর্ষে আমদাবাদ, আর যোগী-রাজ্য উত্তরপ্রদেশ।’

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও এদিন কেন্দ্রের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘বিনা পয়সায় আমরা চাল দিচ্ছি, ফোটাতে লাগছে ৯০০ টাকার গ্যাস।’ তাঁর দাবি, ‘কিছু দরকার নেই, প্রধানমন্ত্রী বিনামূল্যে গ্যাস দিন। প্রধানমন্ত্রী আপনার ধ্বংসের কথা শুনতে চাই না।’

TwitterFacebookWhatsAppEmailShare

#International Womens Day, #bjp, #Mamata Banerjee

আরো দেখুন