দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

আজ নন্দীগ্রামে কর্মিসভা মমতার, নেত্রী আসার আগেই চাঙ্গা তৃণমূল

March 9, 2021 | 2 min read

আবারও রাজ্য রাজনীতির শিরোনামে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম(Nandigram)। বিধানসভা নির্বাচন(WB Assembly Election 2021) যত এগিয়ে আসছে ততই নন্দীগ্রামে জমে উঠছে রাজনৈতিক যুদ্ধ। ভূমিপুত্র বনাম বাংলার মেয়ের যুদ্ধের দিকে তাকিয়ে এখন গোটা রাজ্যের মানুষ। আর সেই যুদ্ধে নিজের সৈনিকদের প্রস্তুত রাখতে আজ নন্দীগ্রামে আসছেন তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। নন্দীগ্রামে মঙ্গলবার একটি কর্মীসভা করার কথা রয়েছে। বুধবার মনোনয়ন জমা দেওয়ার পর প্রচারে ঝাঁপিয়ে পড়বেন তিনি।

একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী শুভেন্দু অধিকারী এখন তাঁর প্রতিদ্বন্দ্বী। পদ্ম শিবিরে নাম লিখিয়ে বিজেপির হয়ে নন্দীগ্রামে লড়ছেন শুভেন্দু। সেই জায়গায় দাঁড়িয়ে নন্দীগ্রামে একে অপরকে টেক্কা দেওয়ার প্রবণতা যে থাকবে তা বলার অপেক্ষা রাখে না।

জানুয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করার পরই দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছিল। এখন তা প্রায় শেষের পথে। বিজেপিও শুভেন্দুর হয়ে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। এরই মাঝে আজ লড়াইয়ের মাঠ প্রস্তুত করতে নন্দীগ্রামে আসছেন স্বয়ং মমতা। এতদিন মমতার হয়ে নন্দীগ্রামে বেশ কয়েকবার এসেছেন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, দোলা সেন, পূর্ণেন্দু বসুর মতো নেতারা। এবার স্বয়ং নেত্রীই কর্মীদের মনোবল চাঙ্গা করতে মাঠে নামছেন।

আজ বেলা ৩টা নাগাদ হেলিকপ্টারে করে নন্দীগ্রাম ব্লকের বটতলা এলাকায় আসবেন মমতা। এরপর সেখানে একটি কর্মীসভা করবেন তিনি। নির্বাচনের রণকৌশল ঠিক করতে এই কর্মীসভা করবেন তিনি। এরপর তিনি চলে যাবেন নন্দীগ্রামের বটতলা এলাকায় তাঁর থাকার জন্য বরাদ্দ ফারুক আহমেদের বাড়িতে। এই বাড়িটি তৃণমূলের তরফে ভাড়া নেওয়া হয়েছে। সেখানে রাত্রিযাপনের পর বুধবার নন্দীগ্রাম বিধানসভার প্রার্থী হিসেবে হলদিয়া মহকুমা শাসকের অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাবেন মমতা।

সূত্রের খবর, ইতিমধ্যে নন্দীগ্রামে তৃণমূল নেতাদের তরফে যে দুটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছে তার মধ্যে একটিতে অর্থাৎ বটতলা এলাকায় বাড়িটিতে থাকবেন মমতা। অপরদিকে রেয়াপাড়া শিব মন্দির লাগোয়া যে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছে, তৃণমূলের তরফে সেটিকে নির্বাচনী অফিস করা হয়েছে। মমতা যে বাড়িটিতে থাকবেন, সেটা নিতান্তই সাধারণভাবে প্রস্তুত করা হয়েছে। সেখানে এলাহি ব্যবস্থা নেই বললেই চলে।

তৃণমূলের কো-অর্ডিনেটর তথা নন্দীগ্রামে তৃণমূল প্রার্থীর ইলেকশন এজেন্ট শেখ সুফিয়ান বলেন, আজ নেত্রী প্রথমে হেলিকপ্টারে করে বটতলা এলাকায় আসবেন। সেখানে তিনি একটি কর্মীসভা করবেন। এরপর বুধবার তিনি মিছিল করে এখান থেকেই নমিনেশন জমা দিতে যাবেন। বর্তমানে নন্দীগ্রামের মানুষ যথেষ্ট সচেতন। শুভেন্দুকে এক লাখ ভোটে হারাব এটা আমাদের টার্গেট।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nandigram

আরো দেখুন