দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

রামকৃষ্ণ জন্মতিথিতে বন্ধ থাকবে বেলুড় মঠ

March 10, 2021 | < 1 min read

 রামকৃষ্ণদেবের জন্মতিথিতে ভক্তদের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠ (Belur Math)। চলতি মাসে দু’দিন বন্ধ রাখা হবে মঠ। আগামী ১৫ মার্চ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি ও ২১ মার্চ শ্রী শ্রী ঠাকুরের জন্মমহোৎসবে ভক্তদের জন্য মঠ বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে। করোনা আবহে অন্যান্য উৎসবমুখর দিনের মতোই এই দু’দিনও বেলুড় মঠ ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হচ্ছে। তবে ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

করোনা (Coronavirus) পরিস্থিতির জেরে গত বছর ৫ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছিল বেলুড় মঠ। মাঝে ১৫ জুন বেলুড় মঠ খুললেও গত ২ অগাস্ট ফের বন্ধ হয়ে যায়। তারপর আবার ১০ ফেব্রুয়ারি খুলে যায়। তবে মঠ খুললেও দর্শনার্থীদের জন্য বেশ কিছু বিধিনিষেধ বহাল রাখা হয়। ভিড় এড়াতে ১৬ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিনও মঠে দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Belur Math, #covid19

আরো দেখুন