দেশ বিভাগে ফিরে যান

তিরথ সিং রাওয়াত হলেন উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী

March 10, 2021 | < 1 min read

উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন পাওরি গারওয়ালের সাংসদ তিরথ সিং রাওয়াত (Tirath Singh Rawat)। আগামী বছর উত্তরাখন্ডে বিধানসভা নির্বাচন। ভোট পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিনি। বুধবার বিকেলে শপথ নেবেন তিরথ সিং রাওয়াত।

কয়েকদিন ধরেই বিজেপি-শাসিত ওই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল। মঙ্গলবারই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। রাজ্যপালের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন তিনি। ইস্তফা দেওয়ার পর সংবাদমাধ্যমে রাওয়াত বলেন, ‘দল আমাকে রাজ্যের মানুষের সেবা করার জন্য সুবর্ণসুযোগ দিয়েছিল। কখনই ভাবিনি যে এই সুযোগ পাব। দল এখন অন্য কাউকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছে।’

উল্লেখ্য, এবছর শেষ হলেই উত্তরাখণ্ডে নির্বাচন। আর তার আগেই সেখানে রাজনৈতিক বিশৃঙ্খলা চরমে। সেরাজ্যে বিজেপিতে অসন্তোষের আবহে মঙ্গলবার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন রাওয়াত। নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন তিরথ সিং রাওয়াত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tirath Singh Rawat, #Uttarakhand

আরো দেখুন