রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপির প্রতীক লাগানো দেশলাই বিলি, বিধিভঙ্গের অভিযোগে কমিশনের দ্বারস্থ তৃণমূল

March 10, 2021 | 2 min read

আরও একবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল (Trinamool)। সম্প্রতি উত্তর কলকাতায় বিজেপির লোগো এবং নেতাদের ছবি দেওয়া দেশলাই বিতরণ করা হচ্ছে বলে দলে জানান তৃণমূল কর্মীরা।

নেতারা বিষয়টিকে খতিয়ে দেখতে গিয়ে দেখেন, উত্তর কলকাতা কেন্দ্রে শ্যামপুকুর স্টেশন এবং জোড়াসাঁকোতে নরেন্দ্র মোদী (Narendra Modi) সহ বিজেপির অন্যান্য নেতাদের ছবি সহ লোগো দিয়ে এবং ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সোম মন্ডলের ছবি দিয়ে বিভিন্ন স্লোগান লেখা দেশলাই বাক্স (Match Boxes) বিনামূল্যে বিতরণ করছে বিজেপি (BJP)।

কোথাও লেখা, ‘আর নয় অন্যায়’, তো কোথাও লেখা, ‘লড়ব গড়ব জিতব মোরা, বঙ্গ হবে সবার সেরা।’

এভাবে ভোট (West Bengal Assembly Election 2021) ঘোষণার পরেও বিনামূল্যে জিনিস বিতরণ ভোটকে প্রভাবিত করতে পারে এবং সরাসরি নির্বাচনী বিধির উলঙ্ঘন। আর সেই কারণেই নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল।

এছাড়াও বিভিন্ন মন্দিরের বাইরেও বিতরণ করা হচ্ছে এই দেশলাইয়ের বাক্স। ভোটের প্রচারে ধর্মীয় স্থানের ব্যবহারও নির্বাচন বিধির উলঙ্ঘন। আর একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে।

নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে দলের তরফ থেকে বলা হয়েছে,

১। কমিশন যেন এই বিধি লঙ্ঘনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়।

২। বিনামূল্যে দেওয়া বস্তুগুলি যেন ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করে কমিশন।

৩। এমন দৃষ্টান্তমূলক স্বাস্তির ব্যবস্থা করা হোক যেন ভবিষ্যতে কেউ এইরকম করার সাহস না পায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #Match Boxes, #Incense Sticks, #BJP West Bengal, #West Bengal Assembly Elections 2021

আরো দেখুন