দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

নির্দল হিসেবে মনোনয়নপত্র জমা বিজেপির বিক্ষুব্ধদের

March 11, 2021 | < 1 min read

উত্তর কাঁথি(North Kathi) ও এগরা(Egra) বিধানসভা কেন্দ্রে বিজেপির তরফে নির্দল হিসেবে মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই প্রার্থী। যা বিজেপি শিবিরে অস্বস্তি বাড়িয়েছে। আর নির্দল-কাঁটায় চাপে পড়ে গিয়েছে বিজেপি(BJP)। আর ভোট কাটাকাটির অঙ্কে উজ্জীবিত ঘাসফুল শিবির। প্রসঙ্গত, উত্তর কাঁথি কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিয়েছেন দেবাশিস দাস।

এগরা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিদেশ পাত্র। উত্তর কাঁথি কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন কাঁথি পুরসভার প্রাক্তন কাউন্সিলার সুমিতা সিনহা। যিনি বেশ কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। এব্যাপারে দেবাশিস বলেন, প্রার্থী পছন্দ নয় বলেই ক্ষোভে আমি নির্দল হিসেবে দাঁড়িয়েছি। শুধু আমার কেন, কারও প্রার্থী পছন্দ নয়। যাঁরা দলের জন্য দীর্ঘদিন ধরে লড়াই-সংগ্রাম করে এসেছেন, তাঁদের মধ্য থেকে কাউকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া যেত। অনেক যোগ্য প্রার্থী ছিলেন। দলের নীতি-আদর্শ সম্পর্কে অবগত নন, এমন একজনকে প্রার্থী করা হয়েছে। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাই আমার এই সিদ্ধান্ত। অন্যদিকে, বিদেশবাবু বলেন, আমি আদি বিজেপি দলের ভারতীয় জনসঙ্খের সদস্য। সেই দল থেকেই প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। এখানে বিক্ষুব্ধ বিজেপির কোনও ব্যাপার নেই।

এপ্রসঙ্গে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, যাঁরা নির্দল হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁরা কখনও বিজেপি করেননি। তাদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এসবে দলের কোনও ক্ষতি হবে না। ভোটেও এর প্রভাব পড়বে না। আর বিরোধীদেরও এতে উল্লসিত হওয়ার কোনও কারণ নেই।  

TwitterFacebookWhatsAppEmailShare

#nomination, #bjp, #bjp vs bjp

আরো দেখুন