রাজ্য বিভাগে ফিরে যান

মমতার ওপর আক্রমণের তীব্ৰ নিন্দা কবীর সুমনের

March 11, 2021 | < 1 min read

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর গতকালের আক্রমণের তীব্ৰ নিন্দা করলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক কবীর সুমন (Kabir Suman)।

ফেসবুক লাইভে কড়া ভাষায় বিজেপি (BJP), সিপিএমের সমালোচনা করেন তিনি, যারা এই পুরো ঘটনাকে নাটক বলে আখ্যা দিচ্ছেন। সুমন বলেন, এই কি পশ্চিমবঙ্গের সংস্কৃতি?

এর পরেই সুমন হাজরা রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ওপর হওয়া বর্বরোচিত আক্রমণের স্মৃতি চারণ করেন।

লাইভেই নিজেকে তৃণমূলের কর্মী হিসেবে দাবি করে বলেন, যদিও এখনো তৃণমূলের খাতায় নাম ওঠেনি, কিন্তু মনে মনে তিনি তৃণমূল (Trinamool)। তাঁর সন্দেহ, তৃণমূলের কর্মীদের প্ররোচণা দিতেই এই আক্রমণ। তাঁরা কোন ভুল পদক্ষেপ নিলেই বলা হবে রাজ্যে আইন শৃঙ্খলা নেই। তাই সুমন লাইভে হাত জোড় করে তৃণমূল কর্মীদের মাথা ঠান্ডা রাখতে বলেন।

সবশেষে বলেন, ঘটনার প্রতিবাদে তিনি পথে নামবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Kabir Suman

আরো দেখুন