রাজ্য বিভাগে ফিরে যান

হিট ‘খেলা হবে’ লেখা টি-শার্ট, কফি মাগ

March 11, 2021 | 2 min read

ফুটবল ক্লাবগুলি দলের জার্সি, টুপি, স্কার্ফ নিয়ে মার্চেন্ডাইজিং করে থাকে। প্রিয় দলের খেলার দিন সমর্থকরা সেসব পরে খেলা দেখতে আসেন। এবার ভোটের আগে রাজনৈতিক দলগুলিও মার্চেন্ডাইজিং শুরু করে দিল। রাজনৈতিক দলগুলি দলের প্রতীক দেওয়া টি-শার্ট, টুপি, ছাতা, সানগার্ড ও মাস্ক, নিয়ে বাজারে নেমে পড়েছে। তার মধ্যে নতুন সংযোজন কফি মাগ ও মোবাইল কভার। দলীয় পতাকা, দলীয় প্রতীক ও দলীয় নেতা-নেত্রীদের মুখ আঁকা এই সকল দ্রব্যাদি হট কেক ভোটের বাজারে। ভোটের আবহে চৈত্র সেলের আগেই লাভের মুখ দেখছেন দোকানিরা। তবে সেখানেও আধিপত্য তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)।

মার্চেন্ডাইজিংয়ের বাজার খরার খেলাতেও তৃণমূল লাভের মুখ দেখাচ্ছে বলে জানালেন দোকানিরা। করোনাকালে ব্যবসার মন্দা ভুলিয়ে হাসি ফোটাচ্ছে একুশের ভোট। বর্ধমান (Bardhaman) শহরের ভোট সামগ্রীর দোকানে টুপি, রোদ চশমা, ছাতা, টি-শার্ট হইহই করে বিকোচ্ছে। অপরদিকে বিরোধীদের সামগ্রীর তেমন চাহিদা নেই বলে কিছুটা চিন্তায় দোকানিরা। নির্বাচনের আগে শুধু তৃণমূলের টি-শার্ট, টুপি, কফি মগের বিক্রি হচ্ছে বলেই জানিয়েছেন তারা। অন্যান্য দল প্রার্থিপদ ঘোষণা না করায় সেভাবে চাহিদা নেই বলেই মনে করছেন অনেক দোকানিরা। বর্ধমান সিনেমা হলের গলিতে একটি দোকানের কর্ণধার অর্পিতা চৌধুরী বলেন, টি-শার্ট, টুপি, ছাতা, সানগার্ড, মাস্ক, কফি মগ সব কিছুতেই তৃণমূলের ভালো বিক্রি হচ্ছে। খেলা হবে টি-শার্টের চাহিদা খুব। তবে বিজেপি ও কংগ্রেসের জিনিসের একেবারে চাহিদা নেই। সব দলের মাল তুলেছি। ভেবেছিলাম বিজেপির সামগ্রীর চাহিদা হবে। কিন্তু বিজেপির জিনিসের এমন কম চাহিদা হবে জানলে এত মাল তুলতাম না। বিজেপির কাস্টমার একেবারেই আসছে না। প্রায় এক মাস আগে দু’ একজন এসেছিলেন। তবে লস পুষিয়ে দিচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি দেওয়া জিনিসের চাহিদা আছে খুব।

জেলার প্রায় প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে অর্ডার পাচ্ছেন দোকানিরা। তারা বলেন, ছোট মাপের এক-একটি পতাকা ৫-৬ টাকা দরে বিকোচ্ছে। টুপির দর ১৫-২৫ টাকা। সানগার্ডের চাহিদা ব্যাপক, দাম প্রতিটি ৫-৭ টাকা। খেলা হবে মমতার ছবি দেওয়া টি-শার্টের দাম ৭৫ থেকে ১৫০ টাকা পর্যন্ত। ভাতার, বর্ধমান, গলসি, আউশগ্রাম, খণ্ডঘোষ, মঙ্গলকোট থেকে তৃণমূলের ‘খেলা হবে’ আর ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানের টি-শার্ট সব থেকে বেশি অর্ডার হচ্ছে।

পাশাপশি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি দেওয়া মাস্ক ও কফি মগের ভালোই চাহিদা আছে। বিগত লোকসভা নির্বাচনের সময়ে তৃণমূল আর বিজেপির দলীয় ছাপমারা জিনিস বিক্রির প্রতিযোগিতা ছিল বেশ হা়ড্ডাহাড্ডি। তবে এবারে জেলাতে বিজেপি প্রার্থী ঘোষণা না করায়, কর্মীরা একটু দমে গিয়েছেন। ফলে পদ্মছাপ আঁকা গেরুয়া রঙের পতাকা, টি-শার্ট, চশমা, ছাতার বাজার তলানিতে এসে ঠেকেছে। সিপিএম চলছে বিজেপির ঠিক পিছনে। এদের থেকেও অনেক পিছিয়ে কংগ্রেস। বাজারে খুঁজে পাওয়া যাচ্ছে না অন্যান্য দলের সামগ্রীও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bardhaman, #Trinamool Congress, #khela hobe

আরো দেখুন