দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

মমতার ওপর আক্রমণে ‘সাজানো’ প্রত্যক্ষদর্শী এএনআইয়ের?

March 11, 2021 | 2 min read

নন্দীগ্রামের রানিচকে একটি মন্দিরে হরিনাম সংকীর্তনে অংশ নিয়ে বেরনোর সময় দুষ্কৃতীদের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বাঁ পায়ের সঙ্গে মাথা এবং কপালেও চোট লেগেছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ভিড়ের মধ্যে তাঁকে চার-পাঁচ জন ধাক্কা দেয়। ষড়ষন্ত্রেরও অভিযোগ তুলেছেন তিনি।

পড়ে গিয়ে পা ফুলে গিয়েছে বলেও জানান মমতা। তিনি বলেন, ‘‘দেখো কিতনা ফুল গয়া।’’ পড়ে যাওয়ার পর মমতা আর হাঁটতে পারছিলেন না। তাঁকে পাঁজাকোলা করে গাড়িতে তোলা হয়। একটি দোকান থেকে বরফ নিয়ে দেওয়া হয় তাঁর বাঁ পায়ে। জড়িয়ে দেওয়া হয় কাপড়। মমতার দাবি, তাঁর বাঁ পা ফুলে গিয়েছে। কপাল ও মাথায় চোট লেগেছে। জ্বর জ্বর ভাবও রয়েছে মুখ্যমন্ত্রীর। এমনকি তাঁর বুকে ব্যথা হচ্ছে বলেও জানিয়েছেন মমতা।

এই ঘটনার পরই নিউজ এজেন্সি এএনআই কয়েকজন ‘প্রত্যক্ষদর্শী’-র ভিডিও পোস্ট করে, যেখানে সেই ব্যক্তিরা এই ঘটনাকে নিছকই দুর্ঘটনা আখ্যা দেয়। তার কিছুক্ষণ পরেই বিজেপির অফিসিয়াল হ্যান্ডেল থেকেও এই ভিডিও শেয়ার করে মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণের ঘটনাকে নাটক আখ্যা দেওয়া হয়। স্বভাবতই প্রশ্ন দেখা দেয় জনমানসে।

কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূলের (Trinamool) মুখপাত্র অরূপ চক্রবর্তী দাবি করেন যে ‘প্রত্যক্ষদর্শী’র বক্তব্য এএনআই দেখিয়েছে, তিনি একজন বিজেপি কর্মী। তাঁর প্রশ্ন, সে ওই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত কাছে পৌঁছে গেল কিভাবে? তার মানে কী পান্তাভাতদা আজ মিটিংয়ে যা বলেছে সেটাই ঠিক, তৃণমূল কংগ্রেসের মধ্যেই ওর লোক ঢুকিয়ে রাখা আছে নন্দীগ্রামে??

চিত্ত দাস ও চিত্ত দাসের ছেলে।

ভিডিও তে যিনি নিরপেক্ষ প্রত্যক্ষদর্শী, যার বাড়ি বিরুলিয়া তার বাড়িতে খাওয়ার ছবি।

নিরপেক্ষ প্রত্যক্ষদর্শী সেজে সংবাদ সংস্থা এএন আইকে দেওয়া সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের ঘটনাকে ঘুরিয়ে…

Posted by Arup Chakraborty on Wednesday, 10 March 2021
TwitterFacebookWhatsAppEmailShare

#Nandigram, #Mamata Banerjee

আরো দেখুন