দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

আক্রান্ত মমতা – ক্ষোভে ফুঁসছে নন্দীগ্রাম

March 11, 2021 | < 1 min read

তৃণমূল কংগ্রেস(TMC) মনে করিয়ে দিয়েছে যে নন্দীগ্রামের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ওপর অত্যাচারের ঘটনা এটা প্রথম নয়। এর আগেও তা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) মনে করিয়ে দিয়েছেন জবাব হবে ২ রা মে। এদিকে এমন এক পরিস্থিতিতে গোটা রাজ্যে গতরাত থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার খবরে ক্ষোভে ফেটে পড়তে থাকেন সাধারণ মানুষ। যার প্রভাব ‘গ্রাউন্ড জিরো’ নন্দীগ্রামেও(Nandigram) পড়েছে।

এদিন সকালে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট লাগে সেই এলাকা পরিদর্শনে যান জেলা শাসক ও পুলিশ সুপার। তাঁরা স্থানীয়দের সঙ্গে কথা বলেন। সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলা শাসক।

গতকাল রাতে সংবাদসংস্থা এএআইয়ের প্রকাশ করা এক ভিডিওতে চিত্তরঞ্জন নামের জনৈক ব্যক্তি নিজেকে ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবি করেন বলেছেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কেউ ধাক্কা দেয়নি। তবে, আজ সকালে সেখানে প্রশাসনিক কর্তারা গিয়ে প্রত্যাক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। জানা গিয়েছে অন্ধকারে কেউ স্পষ্ট করে কিছু দেখতে পাননি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এদিন বিরুলিয়া থেকে জেলাশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে চেলে যেতেই সেখানে উত্তেজনার আগুন ছড়িয়ে পড়ে। তৃণমূল চক্রান্তের দাবি তুলে প্রতিবাদ করছে। সাধারণ মানুষের ক্ষোভে উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nandigram

আরো দেখুন